বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরে ভাসছে বাংলা, আবহাওয়ার (weather) পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পশ্চিম ও দক্ষিণের বেশ কয়েকটি জেলায় অতিবৃষ্টির কারনে দুকুল ছাপিয়ে বইতে পারে নদীগুলি। প্লাবিত হতে পারে বেশ কয়েকটি অঞ্চল।
কলকাতা ও সংলগ্ন দুই ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে শহরাঞ্চলে জল জমে তীব্র যানজট হতে পারে। আগামী কাল ও পরশু এই তিন জেলা এবং দুই মেদিনীপুরে সবচেয়ে বেশি বৃষ্টি হবে।আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং সেইসঙ্গে সঙ্গী হয়েছে দক্ষিণবঙ্গের উপর স্থায়ী হওয়া মৌসুমি অক্ষরেখা, এই দুইয়ের সংমিশ্রণে আগামী চারদিন বাংলার দক্ষিণভাগ প্রবল বর্ষণের সম্মুখীন হতে চলেছে। সোমবার থেকেই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলিতে শুরু হবে অঝোর ধারায় বৃষ্টি। মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। টানা শুক্রবার অবধি চলবে এই বৃষ্টি এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
পাশাপাশি, গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে রাজিধানী দিল্লি সহ আশেপাশের এলাকায়। যার জেরে এবার হেলে গেল একটা চার তলা বাড়ি। ভাইরাল হওয়া ছবিটি গুরুগ্রামের। সেখানে প্রবল বৃষ্টির কারনে একটি চারতলা বাড়ি হেলে গিয়েছে। বাড়ির দুটি অংশ মাঝখান থেকে একেবারে আলাদা হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে প্রশাসন ঐ এলাকাটিকে সিল করে দিয়েছে। বাড়িটি নির্মিয়মান হওয়ায় সেখানে কোনো মানুষ ছিলনা। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।