বাংলাহান্ট ডেস্ক/ আবহাওয়া : আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার থেকে নতুন করে ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই জলের নীচে চলে গিয়েছে উত্তরের জেলাগুলির বেশ কিছু অংশ। প্রবল বৃষ্টির কারনে সেখানে জনযাত্রা ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত। নদীগুলির বিপদসীমা পার করে প্লাবনের আশঙ্কা দেখছে আবহাওয়া দপ্তর। আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টির কারনে লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।
ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারনে মশানজোড় ও তিলপাড়া ব্যারেজ থেকে যথাক্রমে ১৭০০ কিউসেক, ১৫,৮১০ কিউসেক জল ছাড়া হয়েছে। যার ফলে বেড়েছে ময়ূরাক্ষীর জলস্তর। অন্যদিকে প্রবল বৃষ্টির কারনে ভেঙেছে দ্বারকা নদের বাঁধ।
ইতিমধ্যেই এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। ১২ টি পরিবারকে ত্রান শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, আতঙ্কিত হবার কোনো পরিস্থিতি এই মুহুর্তে তৈরি হয় নি। যদিও গ্রামবাসীদের পক্ষ থেকে ত্রান নিয়ে পক্ষ পাতিত্বের অভিযোগ রয়েছে৷
আবহাওয়াবিদরা জানাচ্ছে, আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থানের কোনও বদল হবে না। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেই সঙ্গে কমছে আদ্রতা জনিত অস্বস্তিও। আবার অন্যদিকে সাগর থেকে প্রচুর পরিমাণে জলবায়ু ঢুকছে স্থলভাগে, যার জেরেই রয়েছে ভারী বর্ষণের আশঙ্কা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি-এনসিআর, বিহার, পশ্চিম উত্তর প্রদেশেও বাড়বে বৃষ্টি।
পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা এবং আসাম ও মেঘালয় জুড়ে প্রবল বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।