দক্ষিণে কমছে বৃষ্টি, উত্তরের ৮ জেলায় নতুন করে সতর্কতা; এক নজরে বাংলার আবহাওয়া

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : টানা কয়েকদিন ভারী বৃষ্টির পর অবশেষে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কমার পূর্বাভাস দিল আবহাওয়া (weather)   দপ্তর। পাশাপাশি উত্তরের ৮ জেলায় নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

rain1 2
আগামীকালের আবহাওয়া/ weather tomorrow

আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমে সরে যাচ্ছে। যার ফলে বাংলার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। একই সাথে শহর কলকাতায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।

Jhenidah rain Photo 29 01 20
আগামীকালের আবহাওয়া/ weather tomorrow

আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে মেঘলা আকাশ দেখা না গেলেও, বেলার দিকে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বজ্রপাত যুক্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

weather 13
বাংলার আবহাওয়া/ weather of west bengal

উত্তরের ৮ জেলায় নতুন করে জারি হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও ৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টি বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ।

image 50476 1506436895
আগামীকালের আবহাওয়া ( weather tomorrow )

অন্যদিকে, প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বাইও সংলগ্ন এলাকা। আবহাওয়া দপ্তর এর তথ্য বলছে গত ৪৬ বছর এত বৃষ্টি হয়নি বাণিজ্য নগরীতে। আবহাওয়া দপ্তরের আরেক রিপোর্ট বলছে, আগস্ট মাসে মুম্বাইয়ে গড় যে পরিমান বৃষ্টি হয় তা এবার প্রথম ৫ দিনেই হয়েছে। সব মিলিয়ে বিপর্যস্ত মুম্বাইয়ের জনজীবন। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সকলকে ঘরে থাকতে অনুরোধ করেছেন।

 

সম্পর্কিত খবর