আবহাওয়ার খবর : কিছুক্ষণের মধ্যে ভয়ংকর বিপর্যয় দিল্লিতে, ব্যাহত হতে পারে বিদ্যুৎ পরিষেবা

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দপ্তর (Weather office) সূত্রে জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ভয়ংকর বৃষ্টি শুরু হবে দেশের রাজধানী দিল্লিতে। আগামী ৪৮ ঘন্টা দিল্লি ও এনসিআর এ ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যার জেরে জলমগ্ন হয়ে যেতে পারে দিল্লির রাস্তাঘাট। ব্যাহত হতে পারে গণপরিবহন ও বিদ্যুৎ পরিষেবা। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় তৈরি হচ্ছে সরকার।

images 2020 07 29T135802.140

কিছুদিন আগেই প্রবল বৃষ্টির কারনে দিল্লির মিন্টো রোড এলাকার আন্ডারপাসে জল জমে যায়। জল এতটাই জমে যায় যে, সেখান দিয়ে যাওয়া DTC এর একটি বাস জলে ডুবে যায়। জলে ডুবে যাওয়ার কারণে বাসে থাকা যাত্রীরা ছাদে উঠে পড়েন। আর সেখান থেকে সিঁড়ির মাধ্যমে তাঁদের সুরক্ষিত উদ্ধার করা হয়।

images 2020 07 29T135746.200

আজ বাংলার উত্তরের ৫ জেলায় মূলত ভয়ংকর বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী সোমবার পর্যন্ত (৩০ জুলাই) এই জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি ও বজ্রপাত হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দক্ষিণের আকাশে আজ বিক্ষিপ্তভাবে বজ্রপাতযুক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Rain 1 5

আবহাওয়াবিদরা জানাচ্ছে, আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থানের কোনও বদল হবে না। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেই সঙ্গে কমছে আদ্রতা জনিত অস্বস্তিও। আবার অন্যদিকে সাগর থেকে প্রচুর পরিমাণে জলবায়ু ঢুকছে স্থলভাগে, যার জেরেই রয়েছে ভারী বর্ষণের আশঙ্কা।

Rain in Kolkata2 2

বুধবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশ সামান্য মেঘলা। বাতাসে আদ্রতার পরিমাণও বেশ কম। ভ্যাপসা গরম নেই বললেই চলে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের বৃষ্টির পর আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণের আকাশে মেঘের পরিমাণ বৃষ্টি পাবে।


সম্পর্কিত খবর