বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুন সকাল থেকেই মেঘে ঢাকা শহর কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ এর জেলাগুলিতে। পাশাপাশি আজ রাজধানী দিল্লিতেও আকাশ মেঘে ঢাকা। দিল্লি ও পাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতার বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি জেলায় কয়েকদিনের মধ্যেই প্রবল বৃষ্টিপাত আসন্ন। সেইসঙ্গে থাকবে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া, জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে, সমুদ্রে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। তাই সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য সতর্কবার্তা জারী করা হয়েছে। সেইসঙ্গে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
রাজধানী দিল্লি ও সংলগ্ন হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। মুম্বাই সহ মহারাষ্ট্রের উপকূলেও ভারী বৃষ্টির সম্ভাবনা। একাধিক রাজ্যে অতিবৃষ্টির কারনে জারি হয়েছে বন্যা সতর্কতা।