weather update : রাত পোহালেই মর্ত্যে আসবেন উমা। কিন্তু ঘরের মেয়ে ঘরে ফেরার আনন্দ মাটি করতে এগিয়ে আসছে বৃষ্টিও। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যাচ্ছে এমনটাই। কাল দুপুর থেকেই ভয়াবহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর।
মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ষষ্ঠী ও সপ্তমীতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই জেলাগুলিতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে শহর ও শহর তলির বিভিন্ন অংশ হয়ে পড়তে পারে জলমগ্ন। হাওড়া, হুগলি, নদিয়া জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
নিম্নচাপের জেরে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসও হতে পারে। দীঘা, মন্দারমণি, শংকরপুর ও সাগরে ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর সমুদ্রে সব রকম কার্যকলাপ বন্ধ রাখা হয়েছে। ২৩ ও ২৪ তারিখ সুন্দরবন এলাকায় ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।