বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়া : সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে, যার জেরে ইতিমধ্যেই মুম্বাই সহ একাধিক শহর ও শহরতলি জলমগ্ন। আবহাওয়া দপ্তর কয়েকটি শহরে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। পাশাপাশি, স্থানীয়দের সমুদ্রের আসেপাশে যেতে নিষেধ করা হয়েছে।
মুম্বাই ছাড়াও ভারত আবহাওয়া অধিদফতর (আইএমডি) থান, পালঘর এবং মহারাষ্ট্রের অন্যান্য উপকূলীয় জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সর্বশেষ স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, “মুম্বাই, থানাসহ কোঙ্কন জুড়ে বিচ্ছিন্ন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (২০০ মিমি বেশি) …” মুম্বইয়ের ভারত মেট বিভাগের উপ-মহাপরিচালক কে এস হোসালিকার টুইট করেছেন।
IMD GFS forecast for rains indicate heavy to very heavy with possibilities of isol extremely heavy (more than 200mm) RF over konkan, including Mumbai, Thane today. Tomorrow trend to continue with little reduced intensity.Satellite, radar indicating intense clouds over coast
PL TC pic.twitter.com/E0VPiN2qnz— K S Hosalikar (@Hosalikar_KS) July 15, 2020
রবিবার, ছয়টি ব্লকের 39 টি পঞ্চায়েতের প্রায় 178 টি গ্রামে বন্যার জল ঢুকে পড়ে। বন্যার কারনে গ্রামগুলির সড়ক যোগাযোগও ভেঙে গেছে। একই সময়ে, সকালে বড়উলির সালেমপুরে ছড়াকির জল লিক হওয়ার খবর পাওয়া গেছে। এর পরে ডিএম সলমপুরের উদ্দেশ্যে রওনা হন। রাতে জলের স্তর বাড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও বিহারে অন্যান্য অঞ্চলেও বাড়ছে জলস্তর। কয়েকবার বাঁধের অবস্থাও ভাল নয়। বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই বন্যার জল ঢুকে ফসলের বিরাট ক্ষতি করেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে ভূমিধসের খবরও পাওয়া গিয়েছে।
দক্ষিণবঙ্গে কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে ঘোর বর্ষা, জানাচ্ছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উপর বিরাজ করা নিম্নচাপ এবং সেই সঙ্গে সঙ্গী হয়েছে দিক পরিবর্তিত মৌসুমি বায়ু, এই দুইয়ের প্রভাবেই রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশা রাখছে হাওয়া অফিস। যার জেরে এবার বৃষ্টিতে ভাসবে দক্ষিণ বাংলাও।
কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।