জারি হলো লাল সতর্কতা! ১২০ কিমি বেগে ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ..

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আমফানের ক্ষত এখনো সেরে ওঠেনি বাংলায়। এখনো বহু অঞ্চলের মানুষ গৃহহীন, খাদ্যহীন বহু মানুষ। এর মাঝেই ভারতের দিকে এগিয়ে আসছে নিসর্গ। আবহাওয়া দফতর (Weather office) জানাচ্ছে আমফানের পর আরব সাগরে এক ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিবৃদ্ধি করে দু একদিনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে মহারাষ্ট্র ও গুজরাট অঞ্চলে।

আর একটি ঘূর্ণিঝড় সৃষ্ট হচ্ছে, যা আফ্রিকা উপকূল ঘেষে ওমানের দিকে বাঁক নিতে পারে। এই ঘূর্ণিঝড়ের বিষয়ে মৌসম ভবনে ঘূর্ণিঝড় বিশরদ সুনীতা দেবী জানিয়েছেন, এই ঘূর্ণিঝড় আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্য আরব সাগরের গভীর নিম্নচাপ সৃষ্টি করতে পারে।

পাশাপাশি, গুজরাটের দ্বারকা ও পাশের অঞ্চলগুলিতে বিশাল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে হাইকা। ঝড়টি 1 জুন থেকে 3 জুন এর মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। প্রশাসন বর্তমানে আরব সাগরের গভীর নিম্নচাপের কারণে গুজরাটে সতর্কতা জারি করেছে। প্রতি ঘন্টায় 120 কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় হাইকা, জানা যাচ্ছে আবহাওয়া বিভাগের তথ্য থেকে।

গতকাল শহররে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ তাপমাত্রার বিশেষ একটা হেরফের লক্ষ্য করা নাও যেতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থকাবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা রোদ ঝলমলে আকাশ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা জানাচ্ছে হাওয়া অফিস।

সম্পর্কিত খবর

X