ঘনীভূত হল মেঘ, বাংলা জুড়ে টানা চলবে ঝড় বৃষ্টিঃ আবহাওয়া আপডেট

বাংলাহান্ট ডেস্কঃ পরপর কয়েকদিন ঝড় বৃষ্টির পর আজ কিন্তু আবহাওয়ার (Weather) খুব একটা পরিবর্তন ঘটবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather office)। বুধবারের পর বৃহস্পতিবারেও কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুতসহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। আবার কোথাও থাকবে মেঘলা আকাশ। তাপমাত্রার সামান্য বৃদ্ধি ঘটতে পারে আজ। এখনও ৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্য়ুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather 5

   

 

দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার। আবার, শনিবার দিন ওইসব অঞ্চলে ঝড় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। নতুন সপ্তাহেও থাকবে ঝড়ের আবহাওয়া। সোমবার হতে পারে প্রবল ঝড় বৃষ্টিসহ বজ্রপাত।

rain 5aed6e831fe03 1554186749726

 

গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৮ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে এই তাপমাত্রার কিছুটা পরিবর্তন ঘটবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আংশিক মেঘলা আকাশ থাকবে। আবার কোথাও ঝড় বৃষ্টিরও সম্ভাবনার কথা জানান দিচ্ছে হাওয়া অফিস। এর সাথে বইবে ঝোড়ো হাওয়া। রোদ না উঠলেও বাতাসে ভ্যাপসা গরম অনুভূত হবে।

IMG 20190908 174122

চলতি সপ্তাহে ঝড় বৃষ্টি হলেও মৌসম ভবন জানিয়েছে, এবারে বর্ষা ঢুকবে সঠিক সময়ে। দক্ষিণ -পশিম মোয়সুমি বায়ুর প্রভাবে এবছর বর্ষা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষার আগমন ঘটবে। স্বাভাবিক সময়েই হবে এই বৃষ্টি। এতে করে কৃষি কাজেও খুব একটা সমস্যা সৃষ্টি হবে না। কৃষকদের জন্যও এল সুখবর। এর পাশাপাশি জুনের প্রথমেই কেরালায় বর্ষা প্রবেশ করবে। এবং তারপর তা পানজিম, পুনে ও মুম্বই হয়ে রাজধানীতে প্রবেশ করবে।

 

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর