বাংলাহান্ট ডেস্কঃ এবার আর একটা নয়, আবহাওয়ার (Weather) পরিবর্তন ঘটাতে তৈরি হচ্ছে দুটো ঘূর্ণিঝড়। আরব সাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ে ভয়ের কোন কারণ নেই। মৌসম ভবন জানিয়েছে, এবার আর প্রবল তাণ্ডবলীলা নয়, শুধুমাত্র নিম্নচাপে পরিণত হবে ওই জোড়া ঘূর্ণিঝড়।
অর্থাৎ, ভ্যপসা গরমের হাত থেকে মুক্তি দিতে আগামী সপ্তাহে ভারতের পশ্চিম উপকূলে এবং আফ্রিকা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। তবে এই ঘূর্ণিঝড় কম ক্ষমতা সম্পন্ন হওয়ায়, বাংলায় নিম্নচাপে পরিণত হয়ে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির কারণ
আবার, পূবালী ও দক্ষিণী হওয়ার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে ফলে নতুন করে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৫ জেলায়। বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলির পাশাপাশি বীরভূম ও মালদহেও শুরু হয়ে গেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে এবং আরও ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শহরের তাপমাত্রা
আজ সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের মুখ ভার। কেমন একটা গুমট পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। গতকাল শহররে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ সামান্য হলেও পরিবর্তন ঘটছে তাপমাত্রার পারদে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থকাবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা মেঘলা পরিবেশ থাকলেও, সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুতসহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
প্রবল গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধির সংকেত
আবার, আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। আবার কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রার পারদ ওঠা নামা করবে। যার দরুণ তাপমাত্রা বাড়বে , আবার কমবেও। একটানা বেশি গরম পড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এই বিষয়টাও কিছু প্রকাশ পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে, আবার ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে।