বিকেলের দিকে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, চলবে সপ্তাহভোরঃ আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ প্রকৃতিকে স্বস্তি দিয়ে ১১ ই জুন থেকে ১২ ই জুনের মধ্যে আবহাওয়ার (Weather) পরিবর্তন ঘটাতে বর্ষা ঢুকছে রাজ্যে। প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত প্রাণীকূলের। চাইছে একটু স্বস্তির বৃষ্টি। আমফানের জেরে বিস্তীর্ণ অঞ্চল এখনও জলের নিচে থাকলেও, গরমে কষ্ট পাচ্ছেন তারাও।

বর্ষা এসে প্রকৃতিকে ঠাণ্ডা করলে, কিছুটা হলেও স্বস্তি মিলবে তাঁদের। তাই বর্ষার আনন্দ সংবাদ নিয়ে এল আবহাওয়া দফতর (Weather office)। সেই সঙ্গে জানাল, আজ বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শহরের তাপমাত্রা
আজ সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। সকাল থেকেই গরম অনুভূত হতে শুরু করেছে। গতকাল শহররে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে। আজ সর্বোচ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকেব ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

সকাল থেকেই অন্যান্য দিনের মতো রোদের তেজ অনুভূত হচ্ছে। গরমে ঘাম ঝড়ছে সকাল থেকেই। তবে আজ বেশ কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুতসহ বৃষ্টি এবং সঙ্গে ঝড়েরও আশঙ্কা করছে হাওয়া অফিস। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে বাতাক বওয়ারও সম্ভাবনা রয়েছে।

প্রবল গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধির সংকেত
আবার, আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। আবার কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রার পারদ ওঠা নামা করবে। যার দরুণ তাপমাত্রা বাড়বে , আবার কমবেও। একটানা বেশি গরম পড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এই বিষয়টাও কিছু প্রকাশ পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে, আবার ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে।

সম্পর্কিত খবর

X