সৃষ্টি হয়েছে নিম্নচাপ, বেশকিছু জেলায় ধেয়ে আসছে বৃষ্টিপাতঃ আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে নেট প্র্যাকটিস করলেও, আবহাওয়ার (Weather) পরিবর্তন ঘটিয়ে উত্তরবঙ্গে চলছে টেস্ট ম্যাচ। ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে। ভারী বৃষ্টির ফলে বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও ঠিকমতো ব্যাটিংই শুরু করেনি বর্ষা।

আষাঢ় পেরিয়ে শ্রাবণ আসার জোগাড় হয়েছে। কিন্তু বর্ষার দেখা মেলেনি সেভাবে বাংলায় (West bengal)। তবে এবার এই আষাঢ়েরই শেষ সপ্তাহে আসতে চলেছে ঘোর বর্ষা, ভাসবে গোটা বাংলা।

শহরের তাপমাত্রা
শনিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশ মেঘলা থাকলেও প্যাচপ্যাচে গরমে নাজেহাল বাংলার মানুষজন। বিগত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, বাতাসে আদ্রতার পরিমাণ কিন্তু কমছে না। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলার বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আভাষ দিচ্ছে আবহাওয়াবিদরা।

বৃষ্টির আগাম বার্তা
বঙ্গোপসাগরের উপর বিরাজ করা নিম্নচাপ এবং সেই সঙ্গে সঙ্গী হয়েছে দিক পরিবর্তিত মৌসুমি বায়ু, এই দুইয়ের প্রভাবেই রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশা রাখছে হাওয়া অফিস। যার জেরেই আগামী ২৪ ঘণ্টায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাংলার উত্তর দিকের জেলাগুলিতে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূম, মুশির্দাবাদেও বৃষ্টির আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর।

X