ঘূর্ণাবর্তের দরুণ কলকাতা সহ বাংলার বেশকিছু জেলায় হতে পারে বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ মৌসুমি অক্ষরেখা সরছে উত্তরবঙ্গ থেকে, হতে পারে আবহাওয়ার (Weather) পরিবর্তন। সেইসঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব দেখা দিতে পারে বাংলায় (West bengal)। উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও, সপ্তাহ শেষে কিন্তু ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে রয়েছে বজ্রপাত সহ বৃষ্টির আভাষ, জানাচ্ছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গকে পাশ কাটিয়ে এবার দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘোর বর্ষা। আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গে কোন ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আভাষ না থাকলেও, কিছু সময়ের মধ্যে বেশ কিছু জেলায় হতে পারে প্রবল বৃষ্টিপাত।

rain 9

বৃষ্টি আশঙ্কিত এলাকা
কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কিছু সময়ের মধ্যে দক্ষিণের বেশ কয়েকটি জেলা আলিপুরদুয়ার ও কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে রয়েছে আগাম বৃষ্টির সতর্কতা।

65017 heavy rain

শহরের তাপমাত্রা
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে ঝলমলে মেঘ দেখা যাচ্ছে। কখনও রোদের ছটা, কখনও আবার কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। সেই সঙ্গে রয়েছে আদ্রতা জনিত অস্বস্তিও। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলার বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর। তবে মূলত আকাশ মেঘলা থাকারই সম্ভাবনা বেশি।

rain in kolkata

মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির জেরে ইতিমধ্যেই মুম্বাই সহ একাধিক শহর ও শহরতলি জলমগ্ন। আবহাওয়া দপ্তর কয়েকটি শহরে ইতিমধ্যেই সতর্কতাও জারি করেছে। পাশাপাশি, স্থানীয়দের সমুদ্রের আসেপাশে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় রয়েছে সতর্কতা।


Smita Hari

সম্পর্কিত খবর