আমেরিকায় বড়সড় সাইবার হানা! রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বিডেন, বিল গেটস সমেত অনেক শিল্পপতির ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার (United States) রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী জো বিডেন (Joe Biden), টেসলার CEO অ্যালান মস্ক (Elon Musk), মাইক্রোসফটের (Microsoft) সহ-সংস্থাপক বিল গেটস (Bill Gates) আর আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপেল (Apple) সমেত বিশ্বের বড়বড় ব্যবসায়ী আর নেতাদের ট্যুইটার (Twitter) অ্যাকাউন্ট বুধবার হ্যাক করে নেওয়া হয়। এরকম অনেক হাই প্রোফাইল ট্যুইটার অ্যাকাউন্টের সাথে ক্রিপ্টোকারেসি দুর্নীতির জন্য হ্যাক করা হয়েছে বলে জানা যায়। যদিও ট্যুইটার জানিয়েছে যে, এটা তাদের জন্য খুবই কঠিন একটা দিন আর তাঁরা এই সমস্যা অতি সত্বর সমাধানের জন্য কাজ করছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, টেসলা কোম্পানির সিইও ট্যুইটার অ্যাকাউন্ট থেকে বিকেল প্রায় ৪ঃ১৭ নাগার এক আজব ট্যুইট করা হয়। যেখানে লেখা ছিল, করোনার কারণে আমি নিজেকে উদার মনে করছি। আমি আমার বিটিসি অ্যাকাউন্টে পাঠানো যেকোন বিটিসি প্রদত্ত অর্থকে আগামী ১ ঘণ্টার মধ্যে দ্বিগুণ করে দেবো।” ওই ট্যুইটে একটি বিটকয়েনের অ্যাড্রেসও ছিল। যেটা সম্ভবত হ্যাকারের ক্রিপ্টো ওয়ালেটের সাথে যুক্ত। এই হ্যাকারের ষড়যন্ত্র ক্রিপ্টোকারেন্সিকে ধ্বংস করার জন্য ছিল বলে মেনে নেওয়া হচ্ছে।

মাইক্রোসফটের সংস্থাপক বিল গেটস এর অ্যাকাউন্ট থেকে করা ট্যুইটে লেখা হয় যে, ‘সবাই আমাকে সমাজকে ফেরত দেওয়ার কথা বলে। এবার সেই সময় চলে এসেছে। আপনারা আমাকে এক হাজার ডলার পাঠান, আর আমি আপনাদের দুই হাজার ডলার করে ফেরত দেব।” এরপর সেই ট্যুইট ডিলিট করে আরেকটি ট্যুইট করা হয় আর বলা হয় যে, যারা ৩০ মিনিটের মধ্যে এক হাজার ডলার দেবে, তাদের দুই হাজার ডলার ফেরত দেবো।

হ্যাকিং এর এই ঘটনা নিয়ে ট্যুইটারের সিইও এর বয়ান সামনে এসেছে। ট্যুইটারের সিইও জ্যাক ডোরসী বলেছেন যে, এটা আমাদের জন্য খুবই কঠিন একটি দিন। আমরা সবাই এই দিনকে ভয়ানক দিন হিসেবেই মানছি। আমরা সব ঠিক করার চেষ্টা করছি আর বাস্তবে যা হয়েছে সেটা সম্পূর্ণ ভাবে বুঝে আপনাদের জানাবো। আমাদের দ্বারা যেটা করনীয় সেটাই করব।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর