কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ আরও পাঁচ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই মধ্য গগনে চড়ে আছে সূর্য। বদলাচ্ছে আবহাওয়ার (Weather) ধরণ। সূর্যের প্রখর তাপে নাজেহাল বাংলার (West bengal) মানুষজন। দেখা নেই বৃষ্টির। তবে বিকেলের দিকে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। রাতের দিকে কলকাতা সহ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হতে পারে প্রবল ঝড় বৃষ্টি।

দিনের মধ্যেকার তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ, রাতের দিকের মেঘলা আকাশে কিছুটা হলেও কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কমতে পারে তাপমাত্রার পারদও। আবার দক্ষিণবঙ্গে বেশ কিছুদিন ধরে বৃষ্টির দেখা না মিললেও সপ্তাহান্তে হতে পারে বৃষ্টি জানাচ্ছে আবহাওয়া দফতর।

weather 9

শহরের তাপমাত্রা
শুক্রবার সকালে কলকাতা (Kolkata) শহরের সামান্য মেঘলা আকাশ দেখা গেলেও ভ্যাপসা গরম অনুভব করছে রাজ্যবাসী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা হেরেফের লক্ষ্য করা নাও যেতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

সকালের দিকে সামান্য রোদের দেখা মিললেও, গরমও অনুভূত হছে বেশ ভালোই। তবে বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Rains lash Noida on Aug 5 2019 1 1024x569 1

রাজ্যে বৃষ্টি
ওড়িশায় ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটাতে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। তবে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশ কিছু এলাকায় বৃষ্টি চলবে সপ্তাহভোর। কখনও রোদ কখনও বৃষ্টি, এভাবেই চলবে আবহাওয়ার খেলা। তবে সামান্য হলেও বাড়বে আবার উষ্ণতার পারদ।

Smita Hari

সম্পর্কিত খবর