বাংলাহান্ট ডেস্ক : শীত প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। শীত নিয়ে অনেকের মনে যে আশঙ্কা ছিল তা দূর হয়েছে। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই এখন শীতের আমেজ। এরই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টি হতে পারে মঙ্গল ও বুধবার। কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জায়গায় এই বৃষ্টিপাত হতে পারে।
এই বৃষ্টিপাতের ফলে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দুদিন পর ফের একবার তাপমাত্রার পতন হতে পারে। আরো জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা তৈরি হবে তারপর। সেই কনকনে ঠান্ডা থাকবে তিন দিন। যদিও শীতকালের এই অকালবৃষ্টিতে ক্ষতি হতে পারে ফসলের। শীতকালে বঙ্গোপসাগরে তৈরি জলীয় বাষ্প প্রবেশ করতে পারে না শীতের কনকনে উত্তুরে হাওয়ার ফলে।
আরোও পড়ুন: প্রতি মাসে মিলবে বিপুল টাকা! চাকুরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্য এবার এল দুর্দান্ত সুখবর
ঠান্ডা বাতাস ঘনীভূত হতে বাধা সৃষ্টি করে। তবে আবহাওয়া অফিস বলছে এই ঠান্ডা হাওয়া বিক্ষিপ্ত ভাবে ছড়িয়েছে ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় অঞ্চলে। তাই স্থলভাগে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ছুটে আসছে। সেই জলীয়বাষ্প ঘনীভূত হয়ে পরিস্থিতি হয়েছে বৃষ্টিপাতের। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান এবং দুই মেদিনীপুরে আজ বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আরোও পড়ুন : ভুলে যান ফিক্সড ডিপোজিট! মাসে ২৫ হাজার টাকা মিলবে পোস্ট অফিসের এই স্কিমে, আজই করুন বিনিয়োগ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় বুধবার হালকা বৃষ্টি হতে পারে। অসময়ে বৃষ্টিপাতের কারণে চাষের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি মরশুমে আজ কলকাতার শীতলতম দিন। রাজ্যের প্রায় প্রত্যেক জেলাতেই রয়েছে কনকনে ঠান্ডা। এই আবহে ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। বৃষ্টির ফলে আরো কিছুটা বৃদ্ধি পেতে পারে ঠান্ডা। সব মিলিয়ে, শীতের দাপটে নাজেহাল আমজনতা।