আকাশ পাড়ে কালো মেঘ, ধেয়ে আসতে পারে বর্ষা! জানালো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ চৈত্র মাসের শেষের দিক থেকেই আবহাওয়া পরিবর্তন হতে শুধু করে দিয়েছে। ঝলমলে রোদের বদলে আকাশে জায়গা করে নিয়েছে একটুকরো কালো মেঘ। পরপর কয়েকদিন মেঘলা আকাশের পর, আজও আকাশের মুখ ভার। সকাল থেকেই রোদের দেখা নেই। আবছা রোদে ছেয়ে আছে আকাশ। হতে পারে বজ্র বিদ্যুতসহ বৃষ্টিপাত, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather office)। নববর্ষের শুরুতে বৃষ্টির সম্ভাবনা প্রবল।

13961418982 51c61c5d4f b

আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী, আগামি সপ্তাহে রাঁচি সহ সংলগ্ন অঞ্চলগুলি ১৪ এবং ১৫ ই এপ্রিল আংশিকভাবে মেঘলা থাকবে। এছাড়াও ১৪ এবং ১৫ ই এপ্রিল রাজ্যের কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুতের সাথে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা গুলিতেও। অরুণাচল প্রদেশ এবং সিকিমের উপর বিচ্ছিন্ন তুষারপাত হতে পারে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়, তামিলনাড়ু এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জগুলিতে বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে ।

গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকেব ৩৭ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। এবং বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ আবছা হতে শুরু করবে। এর পাশাপাশি দমকা বাতাস বইতে পারে। বৃষ্টিপাত, তুষারপাত এবং বজ্রপাতসহ বৃষ্টিপাতেরও আগাম আভাস দিচ্ছে হাওয়া অফিস।

84310 heattelangana

আবার, আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। আবার কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রার পারদ ওঠা নামা করবে। যার দরুণ তাপমাত্রা বাড়বে , আবার কমবেও। একটানা বেশি গরম পড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর