আবহাওয়া আপডেটঃ বিকেল থেকে শুরু হতে পারে ঝড় ও বৃষ্টি

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার রাতভর বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা। মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে গোটা বাংলা জুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজও তেমন উল্লেখযোগ্য উন্নতি হবে না পরিস্থিতির৷ সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা থাকবে। শুধু আজ নয় আগামী তিন দিন আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে

আসাম ও সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উত্তর এর জেলাগুলিতে আগামী কয়েকদিন আরো বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর। বুধবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে ভারী বৃষ্টি হতে পারে।

rain 206758

গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩১ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নগামী হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

উত্তর ও দক্ষিণ বঙ্গে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা। বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যজুড়ে, উত্তরের জেলাগুলিতে আরো ৩ দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহবৃষ্টির পূর্বাভাস পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ঝড় হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর বাংলাতেই।

রাজধানী দিল্লি সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া বিভাগ। মঙ্গলবারের দমকা বাতাসের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের রাজধানীতে। পাশাপাশি, মধ্যপ্রদেশ, হাতিসগড়, তেলঙ্গানা এবং ওডিশা পূর্ব পূর্ববর্তী ভারতের বহু রাজ্যে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখন্ডে তুষারপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।


সম্পর্কিত খবর