বাংলাহান্ট ডেস্কঃ গত বুধবার থেকে ক্রমাগত বৃষ্টি হচ্ছে দক্ষিণের জেলাগুলিতে। আজ বঙ্গোপসাগরে নতুন করে জন্ম নিল নতুন নিম্নচাপ। যার জেরে আরো দুর্যোগ বাড়বে শহর কলকাতা সহ দক্ষিণ এর জেলাগুলিতে। আগামী ২৫ আগস্ট পপর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া সহ একাধিক জেলা জুড়ে। দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া হাওড়া, হুগলি জেলায় প্রবল বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরের ৫ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
প্রবল বৃষ্টির জেরে ফুঁসতে শুরু করেছে দারকেশ্বর নদ। ইতিমধ্যেই জলস্তর বেড়ে ডুবে গিয়েছে বাঁকুড়ার ভাদুল সেতু। যার জেরে বাঁকুড়ার ১০ – ১২ টি গ্রাম চরম সমস্যার সম্মুখীন।
সেতু ডুবে যাওয়ায় এই গ্রামগুলির সাথে বাঁকুড়া সদর শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কাঁচা আনাজ বাজার জাত করবার জন্য বারো কিলোমিটার ঘুরে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়া শহরে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীর।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে, সমুদ্রে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। তাই সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য সতর্কবার্তা জারী করা হয়েছে। সেইসঙ্গে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আগামী ২৭ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের রাজ্য হিমাচল প্রদেশে। ২৪ আগস্ট থেকে সেখানে ভারী বৃষ্টি শুরু হবে। ২৫, ২৬, ২৭ আগস্ট হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই রাজ্যের ৫ জেলায়। বৃষ্টির কারনে একাধিক এলাকায় ধস নামতে পারে। এছাড়াও দৃশ্যমানতা কমেও বিপদ ঘটতে পারে। প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।