বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়া : আজ বাংলার বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি রাজ্যজুড়ে জারি বজ্রপাতের সম্ভাবনাও। জেনে নিন কোথায় কোথায় বৃষ্টি
সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরে বৃষ্টি জারী থাকলেও, দক্ষিণের আকাশে আজ বিক্ষিপ্তভাবে বজ্রপাতযুক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ বাংলার উত্তরের ৫ জেলায় মূলত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি ও বজ্রপাত হবে বলে জানানো হয়েছে
দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় গতকালের ভয়াবহ বজ্রপাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের৷ আহত ৪ জন। গতকাল বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া জেলায় বৃষ্টির সাথে ভয়াবহ বজ্রপাতের এই ঘটনা ঘটেছে। বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায় ৫ জন করে এবং হাওড়ায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারি তথ্য। এর আগে ঝাড়গ্রামে হঠাৎই ধারাবাহিক বজ্রপাতে ৫ জন মারা যান, একই ঘটনায় আহত হন ২২ জন।
প্রসঙ্গত, মোদি সরকারের বিজ্ঞান মন্ত্রী হর্ষ বর্ধন সোমবার একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে যা আবহাওয়া এবং অন্যান্য সতর্কতা দেবে আপনাকে। ‘মৌসাম’ মোবাইল অ্যাপটি আন্তর্জাতিক ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি-এরিড ট্রপিকস (আইসিআরআইএসএটি), ইন্ডিয়ান ট্রপিকাল মেট্রোলজি ইনস্টিটিউট (আইআইটিএম), পুনে এবং ইন্ডিয়া মেটিরিওলজিকাল বিভাগ (আইএমডি) একসাথে মিলে ডিজাইন ও তৈরি করেছে