বাংলাহান্ট ডেস্ক : গত দুদিন ধরে হু হু করে নেমেছে রাজ্যের পারদ। বৃষ্টিপাত না হলেও সারাদিন বইতে থাকা উত্তর ও উত্তর পশ্চিম হাওয়ার প্রভাবে বাড়ছে শীতের অনুভূতি। আগামী ১৯ জানুয়ারি অবধি রাজ্যের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা সেই অর্থে না থাকলেও সপ্তাহের মাঝখান থেকেই আবার শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াবে পশ্চিমী ঝঞ্ঝা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ২৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৩° সেলসিয়াস
আদ্রতা : ৭৮%
বাতাস : ৯কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ১০%
আজকের আবহাওয়া
আজ আকাশ পরিষ্কার থাকলেও সকাল এবং সন্ধ্যের পর কুয়াশা বা ধোঁয়াশা তৈরি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩° সেলসিয়াস। আজ গোটা রাজ্য জুড়ে উত্তরে হাওয়ার প্রভাবে বেশ জাঁকিয়েই থাকবে শীত।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সবকটি জেলাতেই শুষ্ক থাকবে আবহাওয়া। কিন্তু ১৯ জানুয়ারির পর থেকে আবারও তাপমাত্রা পরিবর্তন সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫° সেলসিয়াসের আশেপাশে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আকাশ পরিষ্কার থাকলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বর্ধমান এবং বীরভূমে ঘন কুয়াশা থাকবে রাতে।যার ফলে দৃশ্যমানতা কমে দাঁড়াবে ২০০ মিটারে। রাঢ়বঙ্গে তাপমাত্রা ঘোরাঘুরি করবে ২৩° সেলসিয়াস থেকে ৯° সেলসিয়াসের মধ্যে।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২° সেলসিয়াস। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরে হাওয়ার প্রভাবে শীতের অনুভূতি বাড়বে। কিন্তু আগামী ২১ তারিখ নাগাদ উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। যার প্রভাবে ১৯ তারিখের পর থেকেই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে।