বাংলাহান্ট ডেস্ক : ভরা মাঘেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না রাজ্যের। গতকাল অতি সামান্য হলেও বৃষ্টি হতে দেখা গিয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং এলাকায়। কিন্তু এবার আজ থেকেই আগামী কয়েকদিন বৃষ্টি হতে চলেছে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতেও। বাড়বে তাপমাত্রাও। শিলাবৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গে। এই বৃষ্টির পর আবার কতখানি শীত ফিরবে বাংলায়, তা অবশ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা :১৫° সেলসিয়াস
আদ্রতা : ৯৩%
বাতাস : ৭.৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯১%
আজকের আবহাওয়া
আজ সকাল এবং সন্ধ্যেয় কুয়াশা বা ধোঁয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। আজকের পর বদলাতে চলেছে আবহাওয়া। বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫° সেলসিয়াস। অনেকটাই বেয়াহি থাকবে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আজকের পর থেকে তাপমাত্রা পরিবর্তণের সম্ভাবনা রয়েছে। গতকাল থেকেই অতি অল্প হলেও বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলা গুলিতে। কিন্তু আগামীকাল উত্তরবঙ্গের ৫টি জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল তুষারপাতও হয়েছে দার্জিলিং এর বেশ কিছু এলাকায়। আগামীকাল থেকে উত্তরবঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। আজ দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩° সেলসিয়াসের আশেপাশে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এই তাপমাত্রা প্রায় ২-৪° বাড়বে বলেই জানা যাচ্ছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই বাড়তে চলেছে তাপমাত্রা। আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং কলকাতায়। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ঘোরাঘুরি করবে ২৪° সেলসিয়াস থেকে ৮° সেলসিয়াসের মধ্যে। আগামী ৫ দিন ধরে বাড়বে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ঘন থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬° সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলা গুলিতেও। উত্তরবঙ্গের কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলেই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। দক্ষিণবঙ্গে কলকাতা সহ আরও কিছু জায়গা ধোঁয়াশায় ঢাকা থাকবে সকালবেলা।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট