হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে ফের বৃষ্টি! দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বরের শুরুতেই শীতের আমেজে কাবু রাজ্যবাসী। পূর্বাভাস মতোই হুড়মুড়িয়ে নামতে শুরু করেছে পারদ। আবহাওয়া দপ্তর (Weather Update) সূত্রে খবর, আগামী কয়েকদিনে আরও নেমে যাবে সর্বনিম্ন তাপামত্রা। অন্যদিকে ফের একবার বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। আজ কেমন রাজ্যের আবহাওয়া? রইল সমস্ত আপডেট।

দুই বঙ্গেই উত্তুরে দাপট। শুরু হয়ে গিয়েছে শীতের স্পেল। আবহাওয়া দপ্তর (Weather Update) সূত্রে খবর, আগামী ৪ দিনে ৪ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা! এবার বঙ্গে ক্রমশ্যই জাঁকিয়ে পড়বে শীত। নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। উত্তর থেকে দক্ষিণ উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে কমেছে তাপমাত্রা।

   

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই সপ্তাহেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। ১০ ডিসেম্বরের পর থেকে আরও নামবে তাপমাত্রা। এদিকে মঙ্গলবার মহানগরীর তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছে পৌঁছে যেতে পারে।

আরও পড়ুন: আজকের রাশিফল ১২ ডিসেম্বর মঙ্গলবার, বজরঙ্গবলীর কৃপায় সাফল্য অর্জন করবে তিন রাশি

পশ্চিমের জেলাগুলিতে আগামী ৭ দিনে ১২ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। আগামী দু’দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট চলবে আরও দুদিন। মালদা, দক্ষিণ দিনাজপুর কোচবিহার ও জলপাইগুড়ি ঘন কুয়াশায় আচ্ছন্ন। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। মঙ্গল বুধবার দার্জিলিং এর উঁচু এলাকায় তুষারপাত এবং দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির পূর্বাভাস।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর