বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়া : উত্তর দক্ষিণের পর এবার পশ্চিমের জেলাগুলিতে বাড়তে চলেছে বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
![rain 10 rain 10](https://banglahunt.com/wp-content/uploads/rain-10.jpg)
বুধবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে গভীর কালো মেঘের ফাঁকা দিয়ে ঝলমলে রোদ উঁকি দিচ্ছে। কখনও রোদের ছটা, কখনও আবার কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। সেই সঙ্গে রয়েছে আদ্রতা জনিত অস্বস্তিও। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলার বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর।
কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কিছু সময়ের মধ্যে দক্ষিণের বেশ কয়েকটি জেলা আলিপুরদুয়ার ও কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে রয়েছে আগাম বৃষ্টির সতর্কতা
![rainfall2 630x420 1 rainfall2 630x420 1](https://banglahunt.com/wp-content/uploads/rainfall2-630x420-1.jpg)
সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে, যার জেরে ইতিমধ্যেই মুম্বাই সহ একাধিক শহর ও শহরতলি জলমগ্ন। আবহাওয়া দপ্তর কয়েকটি শহরে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। পাশাপাশি, স্থানীয়দের সমুদ্রের আসেপাশে যেতে নিষেধ করা হয়েছে।
মুম্বাই ছাড়াও ভারত আবহাওয়া অধিদফতর (আইএমডি) থান, পালঘর এবং মহারাষ্ট্রের অন্যান্য উপকূলীয় জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সর্বশেষ স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, “মুম্বাই, থানাসহ কোঙ্কন জুড়ে বিচ্ছিন্ন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (২০০ মিমি বেশি) …” মুম্বইয়ের ভারত মেট বিভাগের উপ-মহাপরিচালক কে এস হোসালিকার টুইট করেছেন।