আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, এ বছর নভেম্বরের প্রথম থেকেই হালকা হালকা শীতের আমেজ অনুভব করতে শুরু করেছিল কলকাতাবাসী। জেলার দিকে তাপমাত্রা নেমে গিয়েছিল 15 ডিগ্রি সেলসিয়াসে। কোথাও কোথাও আবার তাপমাত্রা কমে হয়েছিল 14 ডিগ্রি সেলসিয়াস।
ইতিমধ্যেই গরম পোশাক পরতে শুরু করে দিয়েছে জেলার মানুষজন। কলকাতাতেও সকালবেলা ও রাতের বেলায় শীতের আমেজ স্পষ্ট। শুধু বেলা বাড়ার সাথে সাথে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে উধাও হয়ে যেত শীত।
যদিও আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল, দীপাবলীর আগেই শীত এসে যাবে রাজ্যে কিন্তু এবার শীতের মুখে বাধা হয়ে দাঁড়াতে চলেছে নিম্নচাপ। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী 48 ঘণ্টায় তাপমাত্রার পারদ কিছুটা বাড়বে। আকাশ মেঘলা থাকবে।
ইতিমধ্যেই পাহাড় ঢেকে গিয়েছে বরফের চাদরে। উত্তরবঙ্গ শীত বাড়লেও দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা কারণ বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে একটি দুর্বল নিম্ন চাপের মুখে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে