আবহাওয়ার খবর : তিন ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা আবহাওয়া দফতরের

Published On:

 

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কিছুদিন শীতের আমেজ কাটানোর পর ফেব্রুয়ারি মাসের মাঝখান থেকেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে চড়ছে। কিছুদিন যেতে না যেতেই ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের সোমবার থেকেই কলকাতা সহ বিভিন্ন রাজ্যের আকাশ মেঘলা ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বিহার ও ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণবাত তৈরি হয়েছে যার জেরে একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। একইসঙ্গে বঙ্গোপসাগরের ওপর বিপরীত ঘূর্ণবাতের ফলে আদ্র বাতাস ঢুকছে স্থলভাগে। এই দুই মিলিয়েই বসন্তের শুরুতে এমন বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

ফের উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে, ঘন্টা তিনেকের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি। বৃষ্টি হবে জলপাইগুড়ি, দার্জিলিং, এবং কালিম্পং এ।

বৃষ্টির জেরে সোমবার থেকে কলকাতার তাপমাত্রা বেশ খানিকটা কম ছিল। কাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস যা এক ঝটকায় নেমে হয়েছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে প্রায় ৯ ডিগ্রী কম। এমনকি বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতও তুষারপাত হচ্ছে।

আজ দার্জিলিংয়ের বৃষ্টি হয়েছে ৪৬.৮ মিলিমিটার। জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ৬২.৩ মিলিমিটার। কালিম্পং এ বৃষ্টি হয়েছে ৪২.২ মিলিমিটার এবং শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে ৪৫.০ মিলিমিটার এবং মালদহে বৃষ্টিপাতের পরিমাণ হলো ১১.৫ মিলিমিটার।

এই বৃষ্টির জন্য জেলা জুড়ে নেমে গিয়েছে তাপমাত্রা। বসন্তের শুরুতেই এই বৃষ্টিপাতের ফলে শীতের রেশ রয়েছে গোটা শহর জুড়ে।

X