বাংলা হান্ট ডেস্ক : উধাও গ্রীষ্মের তীব্রদাহ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে কলকাতা (Kolkata) সহ রাজ্যের প্রায় সব জেলাতেই। আপাতত দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। আগামী ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আজ রাত থেকে ৩ মে বিকেল পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে (North Bengal)। আজ ও আগামীকাল বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৮%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৩%
কলকাতার : আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। গত রবিবার এই তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫১ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া : আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি সতর্কতাও রয়েছে। ৫০ কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামীকালের আবহাওয়া : আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে থাকতে পারে দমকা হাওয়া। তবে দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কাও বেশি রয়েছে এই জেলাগুলিতে।