বাংলা হান্ট ডেস্ক : সিনেমার পাশাপাশি এখন ওয়েব সিরিজের (Web Series) গুরুত্ব বেড়েছে অনেকটাই। এমন কিছু ওয়েব সিরিজ রয়েছে যেগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শকেরা। এরকমই একটা ওয়েব সিরিজ হল ‘পঞ্চায়েত’। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক গ্রাম ফুলেরা, সেখানে গ্রাম্য জীবনের সুন্দর পটভূমি, গ্রাম্য মানুষের নানারকম কাহিনী, পঞ্চায়েত প্রধান ও শহরের মেধাবী ছেলের সচিব হয়ে আসার কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই ওয়েব সিরিজের গল্প।
উল্লেখ্য পার্শ্ব চরিত্রে থেকেও যে দর্শকদের মন জিতে নেওয়া যায়, তা নতুন করে প্রমাণ করছে ‘পঞ্চায়েত’। প্রতিটি চরিত্রের নিখুঁত অভিনয় একেবারে অন্য মাত্রা এনে দিয়েছে সিরিজটিতে। অভিষেক ত্রিপাঠি ওরফে পঞ্চায়েত সচিবের চরিত্রে ভূমিকায় জিতেন্দ্র কুমার থেকে শুরু করে নীনা গুপ্তা ও রঘুবীর যাদব__প্রত্যেকেই একেবারে পিকচার পারফেক্ট।
সিরিজটির প্রথম দুই সিজনে আপনারা দেখেছেন, গল্পের নায়ক অভিষেক ত্রিপাঠী শহুরে ছেলে। ইঞ্জিনিয়ারিং পাশ করেও চাকরির ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়েছে রেজাল্টের কারণে। শেষমেষ যে চাকরি হাতের কাছে পান সেটিকেই আঁকড়ে ধরেন। তবে বাধ সাধে তার কর্মস্থল। নতুন কাজ সম্পর্কে যা ধারণা নিয়ে এসেছিলেন তা সোনার পাথর বাটি ঠেকে তার কাছে। আর তাই একরাশ বিরক্তি নিয়ে ফুলেরা গ্রামে থেকেই এমবিএ’এর প্রস্ততি নিতে শুরু করেন তিনি। কিন্তু বিধি বাম, শিকে ছেড়েনা তার ভাগ্যে। অক্লান্ত পরিশ্রমের পরও সফল হননা তিনি।
আরও পড়ুন : লম্ফঝম্ফই সার, বক্স অফিস কালেকশনে দেবকে গুনে গুনে ১০ গোল আবিরের! মোট আয় হল কত?
এরপরেই সিজন ২ তে দেখা যায়, কীভাবে এই বিরক্তি ধীরে ধীরে ভালোবাসায় পরিনত হয়ে যায়। যে মানুষগুলিকে একদিন সে সহ্য করতে পারতোনা আজ তারাই হয়ে ওঠে অভিষেক ত্রিপাঠির প্রাণের বন্ধু। সবে মিলিয়ে এক স্নিগ্ধ ইমোশনাল বন্ডিং দেখানো হয়েছে এই সিজনে। এসবের মাঝেই অভিষেকের আলাপ হয় পঞ্চায়েত প্রধানের সাধাসিধে গ্রাম্য মেয়ে রিঙ্কির সাথে। গড়ে ওঠে বন্ধুত্ব।
আরও পড়ুন : বিনোদন জগতে শোকের ছায়া, মাত্র ৪০-এই প্রয়াত খ্যাতনামা গায়ক
এখন এই বন্ধুত্ব কি প্রেমে পৌঁছাবে? আপাতত সেটা জানার জন্যই মুখিয়ে রয়েছেন দর্শকরা। বহুদিন ধরেই দর্শক জানতে চাইছেন, তৃতীয় সিজন কবে আসবে? সম্প্রতি সিরিজের সবচেয়ে চর্চিত ক্যারেক্টার বিকাশ ওরফে চন্দন রায় এই বিষয়ে মুখ খুলেছেন। অভিনেতা জানিয়েছেন, ‘পঞ্চায়েত 3’ জানুয়ারির শেষের দিকে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই মোট ৮ টি পর্বের মধ্যে ৫ টি পর্বের শুটিং শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।