বাংলা হান্ট নিউজ ডেস্ক: যেদিন থেকে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেদিন থেকে নানান বিতর্ক তার আশেপাশে সব সময়ই উড়ে চলেছে। বেশকিছু সিদ্ধান্তের জন্য তিনি ক্রিকেটপ্রেমীদের প্রশংসা আদায় করে নিয়েছেন। আবার বিরাট কোহলির সঙ্গে ঠান্ডা লড়াই এবং আরো নানান বিষয়ের জন্য তাকে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অনেক সময়ই কাঠগড়ায় তুলেছেন। তবে সম্প্রতি তাঁর নেওয়া একটি সিদ্ধান্তের জন্য তিনি ফির ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছ থেকে বাহবা আদায় করে নিলেন।
সম্প্রতি লেজেন্ডস লিগ কর্তৃপক্ষের সহযোগিতায় স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিসিসিআই একটি বিশেষ প্রদর্শনী ম্যাচের আয়োজনে রাজি হয়েছে। ভারতীয় একাদশ বনাম বিশ্ব একাদশের সেই ম্যাচটি নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ পড়তে শুরু করে দিয়েছে। কিন্তু একটা বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সহমত ছিলেন না। মিলীগে অংশগ্রহণ করার কথা ছিল প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ওপেনার এবং কিংবদন্তি ক্রিকেটার হিসেবে পরিচিত হার্শেল গিবসের। তিনি পাক অধিকৃত কাশ্মীরের বিতর্কিত টি-টোয়েন্টি লিগের অংশ হয়েছিলেন। ওই লিগের বিরোধিতা সবসময়ই করে এসেছে বিসিসিআই। কিন্তু গিবস, রাজনীতির সঙ্গে ক্রিকেটকে মেলানো উচিত না এই অজুহাত দিয়ে ওই লিগে অংশগ্রহণ করে গেছে। এবার তার বিরুদ্ধে করার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গাঙ্গুলী।
ভক্তদের আবেদন তো ছিলই সেইসঙ্গে গিবসের বেপরোয়া আচরণের কারণে শেষ পর্যন্ত ইয়ন মরগ্যানের নেতৃত্বে থাকা বিশ্ব একাদশ দল থেকে দক্ষিণ আফ্রিকান তারকাকে ছেঁটে ফেলেছে বিসিসিআই। তার জায়গায় ওই দলে যুক্ত করা হয়েছে প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনকে। ভক্তরা সৌরভ গাঙ্গুলীর এবং বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে কায়মনোবাক্যে সমর্থন করছেন।
Here are a couple of changes to the World Giants’ squad.
How excited are you to see Watson and Vettori back in action?#ChampHunt #LegendsLeagueCricket #ShaneWatson #DanielVettori pic.twitter.com/EAmduoYJsT
— Champ Hunt (@Champ_Hunt) August 14, 2022
ভারত বনাম বাকি বিশ্ব ম্যাচে অতীতের তারকাদের মাঠে নামতে দেখা যাবে। তার মধ্যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন এবং অপরদিকে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন। এই বিশেষ ম্যাচটি ১৫ই সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাতটা নাগাদ টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচটি খেলা হবে।
ভারতীয় স্কোয়াড: সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), বীরেন্দ্র সেওবাগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, সুব্রামানিয়াম বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, স্টুয়ার্ট বিনি, শান্তাকুমারণ শ্রীশান্ত, হরভজন সিং, নমন ওঝা, অশোক দিন্ডা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, জোগিন্দর শর্মা , রিতিন্দর সিং সোধি
পরিবর্তিত বিশ্ব একাদশ স্কোয়াড: ইয়ন মরগ্যান (অধিনায়ক), লেন্ডল সিমন্স, শেন ওয়াটসন, জ্যাক ক্যালিস, সনৎ জয়সুরিয়া, ম্যাট প্রায়র, নাথান ম্যাকুলাম, জন্টি রোডস, মুথাইয়া মুরলিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফি মোর্তাজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট কেব্রিন, ব্রেট লেইন, দীনেশ রামদিন