বাংলা হান্ট ডেস্কঃ আজ রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য পরীক্ষা। সোমবার, ৮ই সেপ্টেম্বর, দুপুর ২টোয় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত মামলার শুনানি। সোমে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে এই মামলা উঠবে। এরই মধ্যে আশার খবর শোনালেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
সোমে DA মামলা উঠবে সুপ্রিম কোর্টে | Dearness Allowance
মলয়বাবুর আশা, পুজোর আগেই বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ হয়ে যাবে। তিনি বলেন, চূড়ান্ত রায়দান হতে আরও কিছুটা সময় লাগতে পারে। পাশাপাশি পুজোর পরে ডিএ মামলার চূড়ান্ত রায় আসতে পারে বলে আশাবাদী তিনি। এখানে বলে রাখা ভালো সুপ্রিম কোর্ট তরফে এই বিষয়ে কোনও আপডেট মেলেনি।
আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলা কোন মোড় নেয় সেদিকে নজর রয়েছে সকলের। গুরুত্বপূর্ণ বিষয় হল, এবারের ডিএ মামলাটি “পার্ট হার্ড” (Part Heard) হিসেবে চিহ্নিত হয়েছে। এর অর্থ, যে বেঞ্চ এই মামলার শুনানি শুরু করেছে, সেই বেঞ্চই এর চূড়ান্ত নিষ্পত্তি হবে। সুপ্রিম কোর্টের ১১-তে এই বিশেষ বেঞ্চ ডিএ মামলাটি উঠবে।
তবে ডিএ মামলার শুনানির আগে যে মামলার শুনানি হবে, সেটি ‘পার্ট-হার্ড ম্যাটার’। অর্থাৎ, মামলাটির শুনানি আগে শুরু হয়েছে, যা বর্তমানে অসমাপ্ত রয়েছে। এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী নতুন মামলা যেহেতু শুরু হবে না। সেক্ষেত্রে কী ডিএ মামলা ফের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে?
আরও পড়ুন: মঙ্গল থেকে শনি, ফের টানা ঝড়-জলের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে, আজ কোথায় কোথায় বৃষ্টি?
উল্লেখ্য, গত ১৬ মে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ, ৪ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল। তবে রাজ্য সেই নির্দেশ মানেনি। পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য।