হাতে আর ১৫ দিন! এরই মাঝে DA মামলায় জোড়া চাল সরকারি কর্মীদের, ঘুম উড়লো রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যেখানে ভাতা বেড়েই চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সেখানে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে ডিএ (Dearness Allowance) ইস্যুতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা (State Government Workers)। হাইকোর্টে জয় মিললেও বর্তমানে মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। তবে সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এরই মাঝে এবার DA মামলায় বড় সুখবর।

কিছুদিন আগেই ডিএ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে চিঠি দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বহুদিন থেকে ঝুলতে থাকা এই মামলার দ্রুত নিষ্পত্তি চেয়েই শীর্ষ আদালতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কে চিঠি দিয়ে এই মামলায় পার্টি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ।

সুপ্রিম কোর্টে ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সরকারি কর্মীরা। কার্যত হতাশ হয়ে পড়েছেন তারা। তাই এবার রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে আরও কড়া পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ।

পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ডিএ ইস্যু নিয়ে সরব হওয়ার আবেদন জানিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখল সংগ্রামী যৌথ মঞ্চ। বিগত প্রায় দেড়বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। আগে একাধিকবার তাদের আন্দোলনকে সরাসরি সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী। সংগ্রামী যৌথ মঞ্চের সভাতেও গিয়েছেন। অন্যান্য রাজনৈতিক নেতাদেরও দেখা গিয়েছে। তবে এবার সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানাল যৌথ মঞ্চ।

ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে চাপে ফেলতে এবার সরাসরি এক বিরোধী দলনেতার দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ। শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে সরকারি কর্মীরা জানিয়েছেন, বিধানসভায় যেন ৪০ শতাংশ ‘বকেয়া ডিএ’ মেটানোর দাবি তোলা হয়। পাশাপাশি ডিএ নিয়ে আন্দোলন করার জেরে তাদের উপর সরকার যে সব পদক্ষেপ করেছে, তা প্রত্যাহারের জন্য যেন রাজ্যের ওপরে চাপ সৃষ্টি করা হয়।

Suvendu Adhikari supports Sangrami Joutha Mancha Dearness Allowance DA protestors

আরও পড়ুন: উত্তাল সমুদ্র! ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়, দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করল হাওয়া অফিস

আরও দাবি জানানো হয়েছে, পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলায় পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে, তা যাতে তুলে নেওয়া হয় এই জন্যে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হোক। আগে ডিএ আন্দোলনকারীদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু। এবার তারই দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ।

উল্লেখ্য, গত ১৮ মার্চ শেষবর সুপ্রিম কোর্টে বাংলার বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সেদিনও শুনানি হয়নি। ফের তা পিছিয়ে গিয়েছে। গরমের ছুটির পর আগামী ১৫ জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে। শুনানি হওয়ার কথা বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর