অঙ্গনওয়ারি কেন্দ্রে অন্নপ্রাশন! অবাক লাগছে? বাংলার এই শহরেই হয়ে গেল দুর্দান্ত এক আয়োজন

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশু শিক্ষা প্রসারের ক্ষেত্রে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। প্রি-স্কুলিংয়ের পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে নিয়মিত শরীর চর্চা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করছে নারী ও শিশু কল্যাণ দপ্তর।

বাংলার (West Bengal) অঙ্গনওয়ারি কেন্দ্রে অন্নপ্রাশন

এবার রাজ্য সরকারের (State Government) উদ্যোগে বাংলার (West Bengal) বিভিন্ন জেলায় জেলায় অবস্থিত বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজন করা হচ্ছে অন্নপ্রাশনের। সূত্রের খবর, যে শিশুদের বয়স ৬ মাস পূর্ণ হয়েছে, রীতি মেনে তাদের অন্নপ্রাশনের আয়োজন করা হচ্ছে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেই রকমই একটি ছোট্ট শিশুর ‘মুখেভাতের’ অনুষ্ঠানের সাক্ষী থাকলো বাগনানের কালিকাপুর।

আরও পড়ুন : আজকের রাশিফল ৪ এপ্রিল, ভাগ্যের চাকা ঘুরবে এই চার রাশির

শিশুর পরিবার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিক রীতি মেনেই শিশুর মুখে তুলে দেওয়া হয় অন্নপ্রাশনের ভাত। সম্প্রতি সমাজমাধ্যমে এই বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন এক ব্যবহারকারী। সন্তানের অন্নপ্রাশনের মুহূর্তের বিভিন্ন ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তরফে অন্নপ্রাশনের আয়োজন করা হল।’

আরও পড়ুন : এবার জমবে উইকেন্ড, ফুলেরার নতুন গল্প নিয়ে ফিরছেন ‘সচিবজি’, প্রকাশ্যে পঞ্চায়েত সিজন ৪ এর দিনক্ষণ

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছোট্ট সন্তানের মুখে-ভাতের ছবি পোস্ট করে জনৈক মহিলা লেখেন, “অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আমাদের ছোট্ট শ্লোককে আজ মুখে ভাত দেওয়া হল। প্রায় ৬ মাস আগে এই উদ্যোগ শুরু হয় সরকারের তরফে। তাই এখনও সব জায়গায় শুরু হয়নি অন্নপ্রাশন দিবস। তোমাদের পার্শ্ববর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কি এই উদ্যোগ শুরু হয়েছে?”

এরই সাথে তার সংযোজন, “এই সরকারি উদ্যোগের মাধ্যমে অনেক হবু মায়েদের সাধভক্ষণও করানো হয়। স্কুলের অন্যান্য বাচ্চাদের সাথে ছোট্ট শিশুদের পরিচয় ঘটানোর একটা সেরা মাধ্যম এটি।” এখানেই শেষ নয়, অন্নপ্রাশন দিবস উপলক্ষে এলাহি ভুরিভোজের আয়োজনও করা হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তরফে।

West Bengal anganwadi Kendra rice ceremony

 

সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারকারী মহিলা হরেক পদের ছবি পোস্ট করে জানান, অন্নপ্রাশন দিবস উপলক্ষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তরফে রাঁধা হয় ভাত ,ডাল ,শাক ভাজা ,আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা ,ডিম সেদ্ধ ,মিষ্টি আর দইয়ের মতো একাধিক পদ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X