বিধানসভা উপনির্বাচনে বিরাট চমক! চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল BJP, কারা টিকিট পেলেন?

   

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের ফল ঘোষণা হতেই রাজ্যে ফের ভোটের দামামা। আগামী ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা আসনে উপনির্বাচন (West Bengal Assembly By Election) রয়েছে। মানিকতলা, রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণে ভোট রয়েছে সেদিন। ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের তরফ থেকে চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এবার ঘোষণা করল BJP।

চার বিধানসভা আসনের উপনির্বাচনে কাদের দাঁড় করাবে গেরুয়া শিবির তা নিয়ে গত কয়েকদিন ধরে বিস্তর জল্পনা কল্পনা চলেছে। অবশেষে সকলের জল্পনার অবসান ঘটল। পদ্ম শিবিরের তরফ থেকে মানিকতলা (Maniktala), রায়গঞ্জ (Raiganj), বাগদা (Bagdah) এবং রানাঘাট দক্ষিণের (Ranaghat Dakshin) প্রার্থীদের নাম ঘোষণা করা হল। জল্পনা মতোই মানিকতলা কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে কল্যাণ চৌবেকে।

একুশের বিধানসভা ভোটেও মানিকতলায় দাঁড়িয়েছিলেন কল্যাণ। সেবার সাধন পাণ্ডের বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন তিনি। তবে উপনির্বাচনেও তাঁর ওপরই ভরসা রাখল BJP শিবির। এবার সাধন-জায়া সুপ্তি পাণ্ডের বিপরীতে লড়তে হবে তাঁকে।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার মিলবে ১২,৫০০ টাকা! নয়া প্রকল্প চালু করল রাজ্য সরকার

অন্যদিকে রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ আসনে যথাক্রমে দাঁড় করানো হয়েছে মনোজ কুমার বিশ্বাস, বিনয় কুমার এবং বিশ্বাস এবং মানস কুমার ঘোষকে। অন্যদিকে তৃণমূল প্রার্থীদের কথা বলা হলে, মানিকতলায় টিকিট দেওয়া হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। রানাঘাট দক্ষিণে আস্থা রাখা হয়েছে মুকুটমণি অধিকারীর ওপর।

রায়গঞ্জে ফের দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী এবং বাগদা আসনে টিকিট পেয়েছেন মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। উল্লেখ্য, এর মধ্যে মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী চব্বিশের লোকসভা নির্বাচনে TMC-র টিকিটে প্রার্থী হয়েছিলেন। তবে সংসদে যেতে পারেননি তাঁরা। তাই ফের একবার বিধায়ক হওয়ার লড়াইয়ে নেমে পড়ছেন দু’জনে।

bjp flags

আগামী ১০ জুলাই রাজ্যের যে চারটি বিধানসভা আসনে ভোট রয়েছে, এর মধ্যে কেবল মানিকতলায় একুশের নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল। বাকি তিনটি আসনেই জয়ী হয়েছিল BJP। যদিও পরবর্তী সময়ে ওই তিন কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎ দাস তৃণমূলে যোগ দেন। আসন্ন উপনির্বাচনে তাই ফের একবার ওই তিন কেন্দ্রে পদ্ম ফোটাতে মরিয়া BJP শিবির।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর