হাওড়ায় ভোট শুরু হতেই বুথ লক্ষ্য করে বোমাবাজি, আতঙ্কে পালিয়ে গেলেন ভোটাররা

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় চতুর্থ দফার ভোট শুরু হতেই উত্তেজনা ছড়াল হাওড়ার (howrah) গোলাবাড়ি এলাকায়। বুথ লক্ষ্য করে বোমাবাজির (bomb) ঘটনায় বুথ ছেড়ে পালালেন ভোটাররা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং বিশাল পুলিশ বাহিনী। ভোটারদের আবারও বুথে ফেরানোর চেষ্টা চলছে।

বোমাবাজির ঘটনাটি ঘটে হাওড়ার গোলাবাড়ি এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, সকাল সকাল বেশ কয়েকজন এলাকাবাসী ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেইসময় ভোট কেন্দ্রে লাইনও পড়েছিল বেশকিছুটা। এমন সময় হাওড়ার ওয়াটকিংস এবং ডফসনস লেন এলাকার একটি আবাসন থেকে বুথ লক্ষ্য বোমা ছোঁড়া হয়।

cbkcbkjb

বুথের বাইরের লম্বা লাইন লক্ষ্য করে বোমা ছোঁড়ার ঘটনায় হইচই পড়ে যায় ভোটারদের মধ্যে। তাঁরা বুথ ছেড়ে এদিক ওদিক পালিয়ে যান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়েই। তবে এই ঘটনায় এখনও অবধি কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

কিন্তু কিভাবে এই আবাসনে বাইরের লোক ঢুকে বোমাবাজির ঘটনা ঘটাল, তা এখনও অবধি জানা যায়নি। প্রায়শই তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধলেও, কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। তদন্তে নেমে পুলিশ। ঘটনায় পুলিশ বাহিনী পৌঁছাতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর