গণনা শেষ, তারকা প্রার্থীরা কে জিতলেন, কে হারলেন? পড়ুন…

বাংলা হান্ট ডেস্ক: রুপোলি পর্দা থেকে জনতার দরবারে।এবারের বিধানসভা নির্বাচনে ভোটের ময়দানে একাধিক তারকা প্রার্থী। কেউ তৃণমূলের হয়ে লড়ছেন, তো কেউ বিজেপির। গণনা প্রায় শেষ। দুই শিবিরের তারকা প্রার্থীদের মধ্যে কারা এগিয়ে? কারাই বা পিছিয়ে পড়লেন?

তৃণমূল মুখী ট্রেন্ডের হাওয়া দেখা যাচ্ছে কলকাতা ও আশেপাশের বেশিরভাগ আসনেই। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সকালের প্রথম দফার গণনায় বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এগিয়ে থাকলেও বেলা বাড়তেই ছবিটা পাল্টাচ্ছে। দুপুর বাড়ার পর দেখা যাচ্ছে প্রায় বহু ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছেন তৃণমূলের অরূপ বিশ্বাস।শেষ পর্যন্ত বাবুলকে পরাস্ত করতে সক্ষম হন তিনি।সালকিয়া থেকে জয়লাভ করেছেন প্রাক্তন বঙ্গ অধিনায়ক মনোজ তিওয়ারি।

রবিবার সকাল ৮ টা থেকে নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়। শুরুতে দেখা গেছিল সমানে সমানে লড়াই করছে দুই তৃণমূল ও বিজেপি। কিন্তু সময় যত গড়িয়েছে ততই হাসি চওড়া হয়েছে শাসক দলের। অগ্নিমিত্রা পাল জিতে গিয়েছেন আসানসোল দক্ষিণে।  চন্ডিতলাতে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেতা যশ দাশগুপ্ত। হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।খড়গপুর সদরে জিতে গিয়েছেন হিরন চট্টোপাধ্যায়। ভবানীপুর থেকে রুদ্রনীল ঘোষ ও বেহালা পূর্ব থেকে পায়েল সরকার হেরে গিয়েছেন।

বরাহনগর থেকে হেরে গিয়েছেন পার্ণো মিত্র । মেদিনীপুর থেকে জুন মালিয়া, রাজারহাট গোপালপুর থেকে অদিতি মুন্সী, বারাসত থেকে  চিরঞ্জিত চক্রবর্তী, বারাকপুর থেকে রাজ চক্রবর্তী, উত্তরপাড়া থেকে কাঞ্চন মল্লিক, সোনারপুর দক্ষিণ থেকে লাভলি মৈত্র জয়লাভ করেছেন। শ্যামপুর থেকে হেরে গিয়েছেন তনুশ্রী চক্রবর্তী।

 

Udayan Biswas

সম্পর্কিত খবর