‘বাইরে গিয়ে হিরো সাজছেন, ভেতরে যা করেছেন, ক্ষমা চাওয়া উচিত শুভেন্দুর’! বিস্ফোরক স্পিকার

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার থেকে উত্তপ্ত বিধানসভা (West Bengal Assembly)। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অগ্নিমিত্রা পাল সহ চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। এই আবহে শুভেন্দুকে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হয়। এরপর কড়া বার্তা দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

‘অবিলম্বে ক্ষমা চান শুভেন্দু’! মন্তব্য স্পিকার বিমানের (Biman Banerjee)

চলতি বছর সরস্বতী পুজোর সময় বাংলার নানান প্রান্ত থেকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সেই নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি। কিন্তু তা খারিজ হয়ে যেতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিরোধী দলনেতা কাগজ ছুঁড়ে মারেন বলে অভিযোগ। এর জেরে চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। পরবর্তীতে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয় শুভেন্দুকে।

এবার এই নিয়ে মুখ খুললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এদিন তিনি বলেন, ‘বিধানসভা দুর্বল নয়। ওদের এই বার্তাই দিতে চাই। যা খুশি বলে যাব বিধানসভার সদস্য হিসেবে, বিধানসভা সংক্রান্ত বিষয় নিয়ে, বাইরে গিয়ে যদি সমালোচনা করেন, তাহলে বিধানসভাও জানে তাঁকে কীভাবে ট্রিট করতে হবে। নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা। বিধানসভা এসব কখনওই মানবে না’।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে আবেদনের নির্দেশ! এবার সুপ্রিম-ভর্ৎসনার মুখে CBI! কোন মামলায়?

স্পিকার আরও বলেন, ‘শুভেন্দু প্ররোচনা দিচ্ছেন, অশান্তি ছড়াতে পারে। অবিলম্বে ক্ষমা চান শুভেন্দু’। একইসঙ্গে গতকালের অধিবেশনে রাজ্যের বিরোধী দলনেতার আচরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের বিরোধী দলের সদস্যরা জানুন, সমালোচনা করার হলে এখানে এসে করুন। ফ্লোর হল বিরোধীদের। এই বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিষ্কার। ঘৃণ্য ভাষণ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রয়েছে।‘ এই কারণেই নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ককে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হয়েছে বলে জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ।

Biman Banerjee

বিমান (Biman Banerjee) এদিন বলেন, ‘বাংলার মানুষ এই প্ররোচনায় পা না দিয়ে যে শান্ত রয়েছে, আমি তাতেই আশ্বস্ত হচ্ছি। যেভাবে উনি প্ররোচনা দিচ্ছেন, তাতে অশান্তি হতে পারে। ওনার ক্ষমা চাওয়া উচিত’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর