বাংলা হান্ট ডেস্ক : স্কুল পড়ুয়াদের জন্য সুখবর। ঝমঝমে বৃষ্টি আর প্যাচপ্যাচে গরমের হাত থেকে মুক্তি দিতে আসন্ন আগস্টেই মিলবে একগুচ্ছ ছুটি (School Holiday)। কিছুদিন আগেই একবার গ্রীষ্মের ছুটি (Summer Vacation) ঘোষণা করেছিল সরকার। তারপর স্কুল খুলতেই শুরু হয় পড়াশোনা। আর তারমধ্যেই শোনা গেল, আসন্ন আগস্টে মিলবে একগুচ্ছ ছুটি।
এমনিতে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেই ছুটিগুলি ঠিক করা হয়। এবং প্রতিমাসেই কোন না কোন কারণে দু একটা ছুটিছাটা থাকেই। তবে পর্ষদের ছুটির ক্যালেন্ডারে অগাস্টের ছুটিগুলি বিশেষভাবে নজর কেড়েছে। চারটি রবিবার ছাড়াও এই মাসে একাধিক ছুটি উপভোগ করতে পারবে স্কুল পড়ুয়ারা।
চারটি রবিবার যথাক্রমে ৬ অগাস্ট, ১৩ অগাস্ট, ২০ অগাস্ট ও ২৭ অগাস্ট স্কুল ছুটি থাকছে। তারপর আগামী ১৫ অগাস্ট মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের পঠনপাঠন বন্ধ থাকবে। ঐদিন দেশের বিভিন্ন স্কুল সহ, সরকারি কার্যালয়, অফিস কাছারি সব জায়গাতেই পতাকা উত্তোলন-সহ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে।
এরপর ছুটি থাকবে আগামী ২৯ অগাস্ট মঙ্গলবার। ঐদিন ওনাম উপলক্ষে ছুটি থাকছে। তার পরদিনই অর্থাৎ ৩০ অগাস্ট বুধবার রাখী পূর্ণিমার জন্য বন্ধ থাকবে স্কুলের পঠন পাঠন। উল্লেখ্য, অগাস্টের শুরুতে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হবে রাজ্যের বিদ্যালয়ে। এরপর সেপ্টেম্বর পার করে অক্টোবরের মাঝামাঝি পড়ুয়ারা পাবে পুজোর ছুটি। আর তারপরেই চলে আসবে অ্যানুয়াল পরীক্ষা।
এতগুলো ছুটি যখন হাতে রয়েছে তখন সেটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে পরীক্ষার্থীদের। স্কুলে না হলেও বাড়িতেই করতে হবে পড়াশোনা। ঘোরাফেরা, মজা, আড্ডার পাশাপাশি করে নিতে হবে পরীক্ষার প্রস্তুতি।