বিজেপি কাউন্সিলরের বাড়ির সামনে ‘মলত্যাগ” করার পরামর্শ দিয়ে বিতর্কে দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ বিতর্কিত মন্তব্যের জন্য এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একুশের নির্বাচনের ঠিক আগেই তার ‘রগড়ে দেব’ বাক্যবন্ধটি রীতিমতো বিতর্ক সৃষ্টি করেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। কিন্তু তা বলে মুখে লাগাম দেবার মানুষ যে দীলিপবাবু নন এদিন ফের একবার প্রমাণ করে দিলেন তিনি।

শনিবার ঘাটাল সফরের পর আজ খরগপুর গ্রামীণ এলাকায় বানভাসি মানুষদের অবস্থা দেখতে গিয়েছিলেন দীলিপবাবু। খড়গপুর শহরের ২ নম্বর ওয়ার্ডে অসুস্থ কর্মীকে দেখতে গিয়ে জনতার ক্ষোভের মুখে পড়েন তিনি। তাকে কাছে পেয়েই রীতিমতো উত্তেজিত হয়ে অভিযোগ জানাতে থাকে জনতা। তাদের দাবি এলাকার বিজেপি কাউন্সিলর কোনও কাজ করেনি। এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন দিলীপ। জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘এত দিন কি ঘুমাচ্ছিলেন? সাংসদ কোটার টাকা আমি পৌরসভাকে দিয়েছি। আমার দেওয়া টাকায় কোনও কাজ করেনি পৌরসভা। পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ দেখান। রাস্তায় যান পথ আটকান আমি আপনাদের সঙ্গে রয়েছি।’’

আর এই পরিস্থিতিতে মেজাজ হারিয়েই ফের একবার একটি বিতর্কিত মন্তব্য করে বসেন দীলিপবাবু। তিনি বলেন, ‘‘ওর বাড়িতে গিয়ে ‘…’ (চলতি ভাষায় মলত্যাগ) দিয়ে আসুন। যাতে বেরোতে না পারে।’’ শুধু তাই নয়, কাউন্সিলরকে বেঁধে রাখার পরামর্শও দেন তিনি। যা নিয়ে ফের একবার শোরগোল শুরু হয়েছে সমস্ত মাধ্যমে। একজন কাউন্সিলরের প্রতি এ ধরনের ভাষা কি করে ব্যবহার করতে পারেন দলের রাজ্য সভাপতি তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Dilip Ghosh decided to make Hastings' office smaller

তবে বিজেপির একাংশের অবশ্য মত দীলিপবাবু মাটির মানুষ। তিনি কোন খারাপ ভাষা ব্যবহার করেননি ব্যবহার করেছেন কথ্য ভাষা। দীলিপবাবু একাধিকবার নিজের মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন ঠিকই, একথা ঠিক যে আজ প্রমাণিত হয়ে গেল কাজ না করলে নিজের দলকেও ছেড়ে কথা বলেন না তিনি।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর