বছর শেষে কড়াকড়ি! স্কুল শিক্ষকদের জন্য এক গুচ্ছ নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ, বাড়ছে চাপ

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষে স্কুল শিক্ষকদের (Teachers) জন্য কড়াকড়ি। আজ বছরের শেষ দিন। আগামীকাল থেকে নতুন বছর। এই সময়ে আগামী বছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education)। যাতে পর্যায়ক্রমিক মূল্যায়ন, ক্লাসের সময়, নম্বর বিভাজনের পাশাপাশি বেশ কয়েক দফা নির্দেশ জারি করা হয়েছে। কি কি বলা হয়েছে পর্ষদের নির্দেশিকায়?

পর্ষদ তরফে জারি করা নির্দেশিকায় টিচারদের স্কুলে ঢোকার সময় বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে। প্রার্থনা শুরু হবে ১০টা ৪০ মিনিটে। যদি তার পরে কোনও শিক্ষক-শি‌ক্ষিকা স্কুলে ঢোকে তাহলে তাকে ‘লেট মার্ক’ দেওয়া হবে। আর যদি বেলা সওয়া ১১টার পর ঢোকে তাহলে ‘অনুপস্থিত’ ধরা হবে।

পাশাপাশি কতক্ষন স্কুলে থাকতে হবে সেই বিষয়েও বলা হয়েছে। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত থাকতে হবে বলে নির্দেশ জারি হয়েছে। একই সাথে মাধ্যমিক পরীক্ষার সময়ে শিক্ষকদের কি কি দায়িত্ব পালন করতে হবে তাও বিস্তারিত ভাবে নির্দেশিকায় দেওয়া হয়েছে।

বলা হয়েছে, পড়ুয়ারা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পাশাপাশি শিক্ষকেরাও ক্লাসে অথবা পরীক্ষাগারে মোবাইল ব্যবহারের অনুমতি পাবেন না। যদি পড়াশোনা সংক্রান্ত কোনও কাজে ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন।

teachers

আরও পড়ুন: বছরের শেষ দিনে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে হবে শিলাবৃষ্টি: আজকের আবহাওয়া

এক্ষেত্রে শিক্ষক মহলের একাংশ বলছে, পড়ুয়াদের পড়াশোনা সুবিধার্থে একাদশ শ্রেণি থেকে যে মোবাইল দেওয়া হচ্ছে সেই মোবাইল ফোন স্কুলে আনা যাবে কি তা সেই নিয়ে বিভ্রান্তি রয়েছে। পাশাপাশি শনিবার ক্ষেত্রে বা কোনও সময় আগাম ছুটি চাইলে কী করতে হবে, সেই নিয়েও কিছু বলা নেই পর্ষদের বিজ্ঞপ্তিতে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর