বড় জয় চাকরিপ্রার্থীদের! হাইকোর্টের নির্দেশে ২০১৪-র টেট নম্বরের তালিকা প্রকাশ পর্ষদের

হান্ট ডেস্কঃ বিগত কয়েক মাস ধরে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। চলছে চাকরিপ্রার্থীদের মামলা সহ আন্দোলন- অনশন। এরই মাঝে প্রায় ৮ বছর পর বড় জয় চাকরিপ্রার্থীদের। ২০১৭ সালের পর এবার প্রকাশিত হল ২০১৪ সালের টেট উত্তীর্ণদের (TET Qualified ) নম্বর ।

সোমবার হাইকোর্টের নির্দেশ অনুসারে ২০১৪ টেট নম্বরের তালিকা প্রকাশ করল পর্ষদ। উত্তীর্ণদের নম্বরের ব্রেক আপ প্রকাশ করা হয়েছে। ব্রেক আপ স্কোরে রয়েছে টেটের স্কোর, মাধ্যমিকের স্কোর, উচ্চমাধ্যমিকের স্কোর, ট্রেনিং স্কোর, ভাইভার নম্বর, অ্যাপ্টিটিউড টেস্টের নম্বর। মোট ১২৮১ পাতার একটি পিডিএফ ফাইল প্রকাশ করা হয়েছে। টেট প্রার্থীরা ট্রেনিং, ভাইভার জন্য কত নম্বর পেয়েছেন তা বিশদে জানাল পর্ষদ।

   

প্রসঙ্গত পূর্বে টেট মামলার সূত্র নিয়োগের ক্ষেত্রে বড়সড় দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয় CBI। সেই নিয়ে নিয়োগসংক্রান্ত তথ্যও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল বা ডিপিএসসিকে (DPSC) ডেডলাইন বেঁধে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

২০১৪ সালের টেটে মোট ৪২ হাজার ৯৪৯ জনের শূন্যপদে নিয়োগ হয়েছে। এদিন তাদেরই প্রাপ্ত নম্বরের তালিকা প্রকাশ করা হয়েছে। ২০১৪ সালের বিজ্ঞপ্তির টেটে প্যানেলভুক্তদের ২০১৬ ও ২০২০ সালে নিয়োগ হয়েছিল ঠিকই তবে পরবর্তী সময়ে এই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই দায়ের হয় মামলা। মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ২০১৪ সালে যারা টেট পাশ করেছেন, তারা লিখিত, মৌখিক পরীক্ষায় কত পেয়েছেন, সেই নম্বরের ভাগ জানাতে হবে। প্রকাশ করতে হবে তালিকা সেইমতোই দীর্ঘ ৮ বছরের লড়াইয়ের পর প্রকাশিত হল তালিকা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর