বাড়ি বাড়ি পাইপলাইন! জল পৌঁছনোর কাজ কতদূর? নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য নৈহাটি সহ ৬ আসনের বিধানসভা উপনির্বাচনে ছক্কা হাঁকিয়েছে তৃণমূল কংগ্রেস। এরপরেই শোনা গিয়েছিল, বড়মার মন্দিরে পুজো দিতে আসবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো আজ নৈহাটির এই মন্দিরে উপস্থিত হয়েছেন। সেখান থেকে ফিরেই আবার নবান্নে একটি জরুরি বৈঠক করার কথা রয়েছে তাঁর।

  • আজই নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

জনস্বাস্থ্য ও কারিগরি দফতর নিয়ে মঙ্গলবার নবান্নে (Nabanna) জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন মমতা। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাড়ি বাড়ি জল পৌঁছনোর যে কাজ চলছে, সেটা নিয়ে পর্যালোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, সেখানে প্রত্যেক জেলার জেলাশাসকরা ভার্চুয়ালি হাজির থাকবেন। প্রত্যেক জেলা ধরে ধরে মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন বলে অনুমান করা হচ্ছে।

বর্তমানে রাজ্য জুড়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। এদিকে পাইপলাইন দেওয়া হলেও কেন জল পৌঁছচ্ছে না, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা (Mamata Banerjee)। মুখ্যসচিবকে সম্পূর্ণ বিষয়টি নিয়ে বৈঠক করার নির্দেশ দেন বলে খবর। এই নিয়েই আজ নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ‘এটাই প্রত্যাশিত…’! নিয়োগ দুর্নীতি মামলায় জামিন! এবার বোমা ফাটালেন শান্তনু

এদিকে উপনির্বাচনে ‘ছয়ে ছয়’ করার পর আজ দুপুরে বড়মার মন্দিরে (Naihati Boro Maa Temple) পুজো দিতে গিয়েছেন মমতা। ভোটের পর তাঁর এই নৈহাটি সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। আজ মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক ডাকা হয়। বড়মা পুজো সমিতির ট্রাস্টের সঙ্গে বৈঠকে বসেন মমতার দায়িত্বে থাকা পুলিশ কর্তারা, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা।

Mamata Banerjee Naihati Boro Maa Temple

বড়মার মন্দিরে মমতার (Mamata Banerjee) পুজো দিতে আসা প্রসঙ্গে বড়মা কমিটির সভাপতি তথা নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, এটা কোনও রাজনৈতিক কর্মসূচি না। মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের বাসনাকে মান্যতা দান। ইতিমধ্যেই বড়মার মন্দিরে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফিরেই নবান্নে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে তাঁর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর