‘যারা টাকা পায়নি…’! ট্যাব কেলেঙ্কারি নিয়ে অবশেষে মুখ খুললেন মমতা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ ট্যাব কেলেঙ্কারি নিয়ে বিগত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। ‘তরুণের স্বপ্ন’ চুরি নিয়ে চারিদিকে বিস্তর চর্চা হচ্ছে। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যে সকল পড়ুয়ারা ট্যাবের টাকা পায়নি, তাঁদের উদ্দেশেও বড় ঘোষণা করলেন তিনি।

  • ট্যাব কেলেঙ্কারি নিয়ে কী বললেন মমতা (Mamata Banerjee)?

শুক্রবার দার্জিলিং থেকে ফেরার সময় এই নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে ‘তরুণের স্বপ্ন’ (Taruner Swapna) চুরি নিয়ে মমতা বলেন, ‘ট্যাব নিয়ে সিট তৈরি করা হয়েছে। এটা প্রশাসনের কাজ, প্রশাসন করুক। এটা মিডিয়া ট্রায়ালের বিষয় নয়’। সেই সঙ্গেই তিনি জানান, যে সকল শিক্ষার্থীরা এখনও ট্যাব কেনার টাকা পায়নি, তাঁদের টাকা দেবে রাজ্য।

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের (Government Scheme) এই কেলেঙ্কারি নিয়ে ভিনরাজ্যের হ্যাকারদের দিকে আঙুল তোলেন মমতা। বলেন, রাজস্থান, মহারাষ্ট্রের স্কিমের টাকাও হাইজ্যাক করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘একমাত্র আমরাই এই গ্রুপের ৬ জনকে ধরতে পেরেছি। আমাদের প্রশাসন যথেষ্ট শক্তিশালী, রাফ অ্যান্ড টাফ। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি যা করার ওরা করবে’।

আরও পড়ুনঃ বাবা হিসেবেও সেরা! বিশেষভাবে সক্ষম দুই মেয়ে! চন্দ্রচূড়ের জীবনের এই কাহিনী আজও অনেকের অজানা…

একইসঙ্গে একাদশ-দ্বাদশ শ্রেণির যে সকল শিক্ষার্থীরা এখনও ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা পায়নি তাঁদের টাকা দিয়ে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ট্যাবের টাকা অ্যাকাউন্টে না আসায় অনেকেই চিন্তায় পড়েছিলেন। সেই চিন্তার অবসান ঘটিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, ‘যারা ট্যাব কেনার টাকা পায়নি, তাঁদের ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে’।

Mamata Banerjee

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে দেয় রাজ্য সরকার। শিক্ষার্থীরা যাতে অনলাইন পড়াশোনার সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই কারণে এই স্কিম চালু করে রাজ্য। চলতি বছর দুর্গাপুজোর আগে পড়ুয়াদের অ্যাকাউন্টে ‘তরুণের স্বপ্ন’ স্কিমের টাকা পাঠানোর কাজ শুরু হয়। এরপরেই সামনে আসে কেলেঙ্কারির খবর। এই কেলেঙ্কারির শিকড় কোথায়? ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর