নাম থাকলেও সবলা মেলায় নেই মমতার ছবি! বিতর্ক হতেই তৃণমূলের ‘সাফাই’…

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। সবলা মেলার মূল গেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম থাকলেও দেখা মেলেনি ছবির। তা থেকে শুরু হয় বিতর্ক। ইতিমধ্যেই এই নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছে তৃণমূলের (Trinamool Congress) একাংশ। তারপরেই নড়েচড়ে বসল প্রশাসন। জানা যাচ্ছে, বিতর্ক শুরু হতেই বৃহস্পতিবার রাতে নেওয়া হয় উদ্যোগ।

সবলা মেলায় মমতার (Mamata Banerjee) ছবি না থাকায় বিতর্ক!

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত ৮ জানুয়ারি থেকে সবলা মেলা শুরু হয়েছে, চলবে আগামী ১৪ জানুয়ারি অবধি। মেলার মূল গেটে লেখা রয়েছে, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়’ এই মেলায় আয়োজন করা হচ্ছে। তবে কোথাও দেখা যায়নি মুখ্যমন্ত্রীর ছবি। আর তাতেই শুরু হয় বিতর্ক।

জানা যাচ্ছে, মমতার (Mamata Banerjee) ছবি না থাকার বিষয়ে শোরগোল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। জেলা প্রশাসনের পাশাপাশি শাসকদলের তরফ থেকে মুখ্যমন্ত্রীর ছবি লাগানোর তোরজোড় শুরু হয়ে যায়। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস নেতাদের একাংশের দাবি, খুব কম সময়ের মধ্যে এই মেলার আয়োজন হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই মেলা হওয়ার কথা ছিল। তবে নানান সমস্যার কারণে শেষ অবধি দেরিতে মেলা শুরু হয়। যে কারণে উদ্যোক্তারা বেশি সময় পাননি।

আরও পড়ুনঃ বালি পাচার অতীত! মমতার ধমকেই হল কাজ! রাতেই ‘অ্যাকশন’ শুরু বীরভূমে

জেলা তৃণমূল নেতাদের একাংশের কথায়, তাড়াহুড়ো করে মেলা (Sabala Mela) আয়োজনের জন্য হয়তো ভুল করেই মুখ্যমন্ত্রীর ছবি বাদ চলে গিয়েছে। এদিকে ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে শাসকদলকে খোঁচা দিয়েছে বিজেপি।

Mamata Banerjee

পদ্ম শিবিরের দাবি, সবলা মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি না থাকা আসলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের বহিঃপ্রকাশ। নেতাদের সবাইকে নাকি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বালুরঘাট উচ্চ বিদ্যালয় ময়দানে সবলা মেলার উদ্বোধন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। সেই সঙ্গেই পুলিশ সুপার চিন্ময় মিত্তল, জেলাশাসক বিজিন কৃষ্ণা সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে হাজির হয়েছিলেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর