মুনমুনকে গ্রিন করিডরে আনার নির্দেশ! ‘আত্মীয়কে হারালাম’! ভরতের প্রয়াণে বললেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ না ফেরার দেশের পাড়ি দিলেন মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মুনমুন এবং মেয়ে রাইমা সেন তখন দিল্লিতে। কলকাতার বাড়িতে ছিলেন আরেক মেয়ে রিয়া। এই খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আত্মীয়কে হারালাম’।

  • মুনমুনকে গ্রিন করিডরে নিয়ে আসার নির্দেশ মমতার (Mamata Banerjee)

জানা যাচ্ছে, সোমবার রাত থেকেই অসুস্থ বোধ করছিলেন ভরত। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে খবর দেওয়া হয় বলে জানা যাচ্ছে। তবে অ্যাম্বুলেন্স আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মুনমুন সেনের (Moon Moon Sen) স্বামী।


ভরতের (Bharat Dev Varma) মৃত্যুর খবর পাওয়া মাত্রই সুচিত্রা-কন্যা তথা প্রাক্তন সাংসদের বালিগঞ্জের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শোকপ্রকাশ করেন। মুনমুনের স্বামী প্রসঙ্গে বলেন, ‘অমায়িক লোক ছিলেন। আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। বড় ক্ষতি হল। এমন কিছু তো বয়স হয়নি। আমি ব্যক্তিগতভাবে একজন শুভাকাঙ্ক্ষী, আমার একজন আত্মীয়কে হারালাম। মুনমুনরা ভালোভাবে ফিরে আসুক’।

আরও পড়ুনঃ বাসে মহিলার সঙ্গে ‘অভব্য’ আচরণ! যুবককে আটক করতেই পুলিশ কিয়স্কে যা হল… তোলপাড়

মমতাই (Mamata Banerjee) এদিন জানান, মুনমুন এবং রাইমা কলকাতায় নেই, তাঁরা দিল্লিতে আছেন। কলকাতায় রিয়ার কাছে আত্মীয় এবং বন্ধুবান্ধবরা রয়েছেন। স্বামীর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে ইতিমধ্যেই দিল্লি থেকে রওনা দিয়েছেন সুচিত্রা-কন্যা। মুখ্যমন্ত্রী তাঁকে গ্রিন করিডরে নিয়ে আসতে বলেছেন। ইতিমধ্যেই পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, আজ দুপুর ৩টে নাগাদ সকন্যা মুনমুন শহরে এসে পৌঁছবেন।

Government of West Bengal Mamata Banerjee Government scheme

মমতা (Mamata Banerjee) জানান, ব্যবস্থাপনা যাতে সুষ্ঠুমতো হয়, সেই জন্য স্থানীয় বিধায়ক এবং দেবাশিস কুমারদের তিনি বলে রেখেছেন। পাশাপাশি শীতের সময় সতর্ক থাকার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই সময়টা ভোর বা রাতের দিকে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর