স্পেন সফরে গিয়ে বড় চমক, এবার লা লিগায় মমতা! উপস্থিত থাকবেন সৌরভও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে এই মুহূর্তে স্পেন সফরের প্রস্তুতি নিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। মূলত বাংলায় নতুন বিনিয়োগ এবং বাণিজ্যর আগমন ঘটানোর জন্য এই উদ্যোগ। বহুদিন ধরেই তার এই সফর নিয়ে কথা চলছে। অনেকে সাধুবাদ জানাচ্ছেন, আবার নিন্দুকদের কেউ কেউ বলছেন যে জনগণের টাকায় স্পেন ভ্রমণে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী, আসলে কাজের কাজ কিছুই হবে না।

এদের মধ্যে কাদের দাবি ঠিক সেটা সময়ই বলবে। কিন্তু আপাতত এমন একটি খবর এসেছে যা শুনলে বাংলার ফুটবল ভক্তরা খুব আনন্দিত হবেন। জানা যাচ্ছে যে আগামী ১৪ই সেপ্টেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে জনপ্রিয় স্প্যানিশ ফুটবল লিগ যা ভক্তদের কাছে ‘লা লিগা’ নামে পরিচিত, সেই লিগের প্রেসিডেন্ট হাভিয়ার তাবাজের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা।

লা লিগা কর্পোরেটিভোর তরফ থেকে ফেডারেশনের পরবর্তী কর্মসূচিগুলি তুলে ধরা হয়েছিল এবং সেখানেই এই বিষয়টির উল্লেখ রয়েছে। যদিও বৈঠকে ঠিক কি বিষয়ে কথা হবে তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী বাংলার ফুটবলের উন্নতি সাধনই এই বৈঠকের আসল লক্ষ্য।

এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ওই বৈঠকে উপস্থিত থাকতে তিনি স্পেন উড়ে যাবেন বলে শোনা যাচ্ছে। সুনীল ছেত্রীকে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছিল। কিন্তু ভারতের বর্তমান ফুটবল অধিনায়ক সদ্য পিতা হয়েছেন এবং নিজের পরিবারকে এই মুহূর্তে সময় দিতে চান বলে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন: পেলের রেকর্ড ভাঙলেন নেইমার! বড় জয় দিয়েই আরম্ভ হলো ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ অভিযান

তবে শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় নয়। জানা গিয়েছে বাংলার তিন প্রধান ক্লাবের কিছু কর্মকর্তাও উপস্থিত থাকবেন এই বৈঠকে। বাংলার ফুটবলের ঐতিহ্যটা তুলে ধরা হবে লা লিগা প্রেসিডেন্টের সামনে। ওই বৈঠকের ফসল হিসেবে কি উঠে আসে তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর