পেলের রেকর্ড ভাঙলেন নেইমার! বড় জয় দিয়েই আরম্ভ হলো ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ অভিযান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২২ সালে কাতারের মাটিতে আয়োজিত বিশ্বকাপের হতাশা ভুলিয়ে ২০২৬ সালে মার্কিন মুলুকে আয়োজিত হতে চলা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের অভিযান শুরু করেছে ব্রাজিল (Brazil)। ইউরোপের মায়া কাটিয়ে মাত্র ৩১ বছর বয়সে সৌদি আরবে ক্লাব ফুটবল খেলতে চলে গেলেও এখনও ব্রাজিলের মুখ সেই নেইমারই (Neymar jr.)। এবারের যোগ্যতাঅর্জন পর্বের প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন তিনি।

এতদিন ধরে ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ স্কোরারের রেকর্ডটি দখলে ছিল কিংবদন্তী ও গত বছরের ডিসেম্বরে প্রয়াত প্রাক্তন মহাতারকা পেলের। ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন তিনি। কিন্তু কাল যখন ব্রাজিল যোগ্যতা অর্জন করবে বলিভিয়ার মুখোমুখি হয়েছিল তখন সেই রেকর্ডটি নেইমার আর পেলের জন্য ফেলে রাখেননি।

গতকাল ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ স্কোরার হয়ে গিয়েছেন নেইমার। ম্যাচের ৬১ মিনিটে এবং অতিরিক্ত সংযুক্ত সময়ে দুটি দুর্দান্ত ফিনিশ করে তার আন্তর্জাতিক গোল সংখ্যা দাঁড়ালো ৭৯। ফেব্রুয়ারি মাসের পর আজ প্রথম কোনও অফিসিয়াল ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার। দলকে দুর্দান্তভাবে জিততে সাহায্য করেছেন আল হিলালের নতুন তারকা।

neymar

জোড়া গোল করার পাশাপাশি কাল একটি অ্যাসিস্টও করেছেন নেইমার। বলিভিয়ার বিরুদ্ধে ব্রাজিল জয় পেয়েছে ৫-১ ফলে। বাকি গোলগুলির মধ্যে দুটি করেছেন রিয়াল মাদ্রিদের তরুণ তারকা রদ্রিগো গয়েস এবং বার্সেলোনা তারকা উইঙ্গার রাফিনহা। কাল দুটি গোল করার পাশাপাশি একটি পেনাল্টি নষ্ট করেছেন নেইমার। স্পটকিক থেকে যদি দলকে এগিয়ে দিতে পারতেন তাহলে জাতীয় দলের হয়ে তার পঞ্চম হ্যাটট্রিক করা হয়ে যেতো।

আরও পড়ুন: বাঁক খাওয়ানো ফ্রি কিকে দুরন্ত গোল! কলকাতায় আসার আগে আর্জেন্টিনার ত্রাতা সেই লিও মেসি

আগামী ১৩ ই সেপ্টেম্বর লাতিন আমেরিকান বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ হল পেরু। নভেম্বর মাসের শেষ দিকে ব্রাজিল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনার। সেই ম্যাচে ২০২১ কোপা আমেরিকা ফাইনাল হারের বদলা নিতে চাইবে নেইমাররা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর