বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের পর এবার রাজ্যের কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের তোড়জোড় শুরু করল কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)। বিধানসভা ভোটের আগেই রাজ্যের কলেজে কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করতে চায় কমিশন।
ফেব্রুয়ারিতেই সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি (College Service Commission)
এই লক্ষ্যে রাজ্য জুড়ে কোন কলেজে কোন বিষয়ে কত শূন্য পদ রয়েছে, তা জানতে প্রত্যেকটি সরকারি ও সরকার পোষিত কলেজের কাছে তথ্য চেয়েছে কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)। কমিশনের তরফে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যেই কলেজগুলিকে বিষয়ভিত্তিক শূন্য পদের বিস্তারিত তথ্য পাঠাতে হবে। সমস্ত কলেজের থেকে তথ্য এসে পৌঁছনোর পরই সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে খবর।
প্রসঙ্গত, ২০২১ সালের পর থেকে রাজ্যের কলেজগুলিতে নতুন করে কোনও সহকারী অধ্যাপক নিয়োগ হয়নি। ফলে এই কয়েক বছরে রাজ্যজুড়ে মোট আড়াই হাজারের বেশি শূন্যপদ তৈরি হয়েছে বলে অনুমান। সেই সব শূন্যপদেই নিয়োগের সম্ভাবনা রয়েছে এবার। কমিশন সূত্রে জানা যাচ্ছে, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) নেওয়া হয়েছে। ওই পরীক্ষার ফলাফল চলতি জানুয়ারিতেই প্রকাশ হতে পারে। তার পরেই ফেব্রুয়ারি মাসে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র ২০২৫ সালের সেট উত্তীর্ণরাই নয়, ২০২১ সালের পর থেকে সেট উত্তীর্ণ সকল প্রার্থীরাই আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ আগের কয়েক বছরের উত্তীর্ণরাও এই নিয়োগে অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, রাজ্যে ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছর ১ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিয়েছিলেন। এই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীরাই রাজ্যের কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে চাকরি করার যোগ্যতা অর্জন করেন।
এ ক্ষেত্রে পরীক্ষার এগজামিনেশন ফি বৃদ্ধি করা হয়েছে। যাঁরা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা এই পরীক্ষায় বসতে পারেন। তবে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, যাঁরা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও এই পরীক্ষায় বসার যোগ্য।

আরও পড়ুনঃ পুলিশের মদতেই হামলা! শুভেন্দুর গাড়িতে ‘হামলা’র ঘটনায় রিপোর্ট তলব শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের
স্টেট এলিজিবিলিটি টেস্ট মোট ৩৩টি বিষয়ে নেওয়া হয় এবং পরীক্ষায় থাকে দুটি পত্র। তবে যে সব বিষয়ে সেটের তালিকায় নাম নেই, সেই সব বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণরা এই পরীক্ষা দিতে পারবেন না। একই সঙ্গে, যে বিষয়ে একবার সেট উত্তীর্ণ হয়েছেন, সেই একই বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার অনুমতি নেই। সব মিলিয়ে, দীর্ঘদিন পরে রাজ্যের কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় আশার আলো দেখছেন হাজার হাজার চাকরিপ্রার্থী (College Service Commission)।












