বাংলা হান্ট ডেস্ক: ডিএলএড পরীক্ষার সুরক্ষা নিয়ে করা প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার ডিএলএড-এর পার্ট টু পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষা চলবে ১৪ অগস্ট পর্যন্ত। এই প্রশ্নপত্র যাতে কোনোভাবে ফাঁস না হয় তার জন্য কড়া পদক্ষেপ পর্ষদের (West Bengal Education)।
এবারের পরীক্ষা যত কোন ভাবে প্রশ্নপত্র ফাঁস না হয় তাই প্রতিদিন পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হচ্ছে এমন বাক্সে যা বন্ধ থাকছে ডিজিটাল কম্বিনেশন লক এর মাধ্যমে। শুধু তাই নয়, এবারের থেকে নতুন নিয়ম শুরু হচ্ছে পরীক্ষার্থীরা এসেই প্রশ্নপত্রের সিল খুলবেন।
ডিএলএড পরীক্ষা নিয়ে ফাঁক রাখতে রাজি নয় পর্ষদ, চলছে কড়া নজরদারি (West Bengal Education)
প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা বলেন, এই বছর এমন ভাবে প্রশ্নপত্র গুলো পাঠানো হচ্ছে যা কোনোভাবে আগের থেকে কেউ খুলতে পারবেন না। পাশাপাশি পরীক্ষায় শুরু হওয়ার ৩০ মিনিট আগে পর্ষদের তরফ থেকে কম্বিনেশন নম্বর দেওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রে সেই প্রশ্নপত্র গুলি খুলতে পারা যাবে। এছাড়াও প্রশ্নপত্রের সুরক্ষা বজায় রাখার জন্য প্রথম পাতা ও শেষ পাতায় কোন প্রশ্ন রাখা যাবে না।
আরও পড়ুন: সোনার দামে বড় পতন! ১ গ্ৰাম হলুদ ধাতুর দর কত? জানুন আজকের রেট
এছাড়াও এই প্রশ্নপত্রে থাকছে কিউআর কোড। যদি এই প্রশ্নপত্রের ছবি কেউ তুলে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে তাকে তৎক্ষণাৎ চিহ্নিত করা যাবে। এইসব করা পদক্ষেপ নেওয়ার ফলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার আশঙ্কা অনেকটাই কমবে বলে মনে করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)।
উল্লেখ্য, এই বছর ডিএলএড পার্ট টু পরীক্ষার্থী সংখ্যা প্রায় ৩৭ হাজারের বেশি। আর এই পরীক্ষার কেন্দ্র সারা রাজ্যে ১২৭ টি। অপরদিকে ডিএলএড পার্ট ওয়ানের পরীক্ষা চলবে ১৮ থেকে ২২ অগস্ট পর্যন্ত। এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪২ হাজার। আর সারা রাজ্যে মোট ১২০ টি কেন্দ্রে এই পরীক্ষা হবে।