বাংলাহান্ট ডেস্কঃ টার্গেট বাংলার মসনদ, নীল বাড়ি দখলের লড়াইয়ে সরগরম বঙ্গ রাজনীতি। আজই বাংলায় পা রাখছেন বিজেপি (bjp) নেতা ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (gautam gambhir)। সময় যত এগিয়ে আসছে বাংলায় নির্বাচনী প্রচার সভার সংখ্যাও তত বাড়ছে, সেইসঙ্গে রাজ্যে আসছে শীর্ষ নেতৃত্বরাও।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যে চলেও এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় রুট মার্চও শুরু করেছে তাঁরা। প্রথমটায় শোনা গিয়েছিল, এবারের বিধানসভা নির্বাচনে বুথে ১০০ মিটারের মধ্যে কোন রাজ্য পুলিশ থাকবে না, থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনী। কিন্তু পরবর্তীতে জানা গিয়েছে একটি বুথে ৪ জন করে আধাসেনার সঙ্গে একজন করে লাঠিধারী রাজ্য পুলিশ থাকবে।
গতকাল বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ। বিজেপির এই ইস্তেহার প্রকাশকে আবার নানাভাবে কটাক্ষও করেছে তৃণমূল শিবির। ইস্তেহার প্রকাশের পরই বাংলায় সভা করতে আসছেন বিজেপি নেতা গৌতম গম্ভীর।
গত লোকসভা ভোটে জঙ্গলমহল এবং বাঁকুড়াতে আশাতীত ফল করেছিল বিজেপি। গেরুয়া শিবির সেই রেশ ধরে রাখতে চাইছে এবারও। সেই কারণেই বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে রোড শোতে অংশ নিতে বাংলায় আসছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। পাশাপাশি পুরুলিয়ার পারা বিধানসভার সাঁওতালডিহিতে আরও একটি রোড শোতে অংশ নেবেন তিনি।
গতকাল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কাছে তিলাবেদিয়া ময়দানে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল জনসভার পর আজই আবার ওন্দার বিজেপি প্রার্থীর সমর্থনে বাঁকুড়ায় সভা করবেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে পর্যন্ত টাইট শিডিউল রয়েছে বিজেপির।