বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে একের পর এক মাথা ঘুরে যাওয়া তথ্য। সম্প্রতি এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালু। ওদিকে সর্বপ্রথম যে ব্যবসায়ীকে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল সেই বাকিবুর রহমানের সূত্র ধরে নাম উঠে এসেছে অর্পিতার।
নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নাম জড়িয়েছে রেশন দুর্নীতিকাণ্ডে। জানা যায় ধৃত বাকিবুর রহমানের প্রযোজনায় ‘ম্যানগ্রোভ’ নামক একটি বাংলা সিনেমার লিড রোলে কাজ করেছিলেন অর্পিতা। এদিকে ওই পরিচালক নাকি ছিলেন খাদ্য দফতরেরই এক কর্মী সৌরভ মুখোপাধ্যায়।
এখানেই শেষ নয়, সিনেমার গল্প লিখেছিলেন খাদ্য দফতরের তৎকালীন অ্যাডিশনাল ডিরেক্টর পার্থসারথি গায়েন। ২০১৪ সালে নির্মিত ‘ম্যানগ্রোভ’ সিনেমায় পার্থের সখি অর্পিতা মুখোপাধ্যায়ের পাশাপাশি গিয়েছিল রাখি সওয়ান্তকেও (Rakhi Sawant)। ছবিতে একটি আইটেম ডান্স করেছিলেন তিনি।
রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর নির্মিত এই সিনেমার খবর উঠে আসতেই রীতিমতো শোরগোল। সিনেমার প্রসঙ্গে সিনেমার পরিচালক সৌরভ বলেন, পার্থসারথি গায়েনের লেখা ‘ম্যানগ্রোভ’ পড়ে গল্পটি তার ভালো লাগে। তাই তিনি এই সিনেমা তৈরি করতে আগ্রহী হন। এর আগেও যে তিনি সিনেমা বানিয়েছিলেন সেকথাও উল্লেখ করেন।
আরও পড়ুন: ফের খেল দেখাবে আবহাওয়া! দীপাবলির আগেই দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস
‘ম্যানগ্রোভ’ পরিচালক আরও বলেন, সিনেমার প্রযোজক গল্প শুনে সিনেমায় বিনিয়োগ করতে রাজি হননি। পরে পার্থসারথিকে তিনি বিষয়টি জানালে বাকিবুরের খোঁজ দেন। সবমিলিয়ে ৮০-৮৫ লক্ষ মতো ওই সিনেমায় বিনিয়োগ করা হয়েছিল বলে পরিচালক জানান। খাদ্যদুর্নীতির দায়ে গ্রেফতার হওয়া বাকিবুরের খাদ্য দফতরে ছিল অবাধ যাতায়াত। সেই সূত্রেই কী তখন তাদের আলাপ হয়? জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক জানিয়েছেন তিনি বাকিবুরকে চিনতেন, দফতরেও আসতেন। তবে জ্যোতিপ্রিয় বাকিবুরকে চেনেন না বলেই দাবি করেছিলেন বলে সূত্রের খবর।